নিজস্ব সংবাদদাতা, জলঙ্গিঃ পদ্মা ভাগ করেছে ভারত বাংলাদেশকে। সেই পদ্মা পাড়ে বসেই দেশভাগের যন্ত্রণা সহকর্মীদের সঙ্গে ভাগ করে নিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। ডিওয়াইএফের ইনসাফ যাত্রায় অংশ নিতে জলঙ্গিতে এসেছেন তিনি। তাঁরই ফাঁকে পদ্মাপারে এক চক্কর দিয়ে যান এই বাম নেতা। দু’দেশের সীমান্তবর্তী এলাকার মানুষের যন্ত্রণার জন্য সেলিম দু’দেশের সরকারকেই দোষারোপ করেন। তিনি বলেন, “ দু দেশের মানুষই দেশভাগের জন্য অসুবিধায় পড়েছে। পৃথিবীর আর কোথাও নেই যেখানে অখন্ড জাতী স্বত্তার মাঝখানে কাঁটাতার দেওয়া হয়েছে।” তিনি বলেন, “ ওরা ভারত বিদ্বেষী এরা বাংলাদেশ বিদ্বেষী। ফিলিস্তিনে ইজরায়েলে যা হচ্ছে এখানেও তাই হচ্ছে বলেও এদিন দাবি করেন সেলিম। তিনি বলেন, “ নিম্নবিত্ত মানুষকে গরীব মানুষকে একটা ঘেঁটোর মধ্যে বেঁধে ফেলা হচ্ছে।”। তিনি দাবি করেন, “বিএসএফের জুলুম রুখতে হবে, স্থানীয়ভাবে দুদেশের মানুষকে বাজার হাট করার সুযোগ দিতে হবে দুই সরকারকে।” সীমানা জুড়ে সাম্প্রদায়িক শক্তি মাথা চারা দিয়েছে বলেও এদিন পদ্মা পাড়ে দাবি করেন সেলিম। তাঁর অভিযোগ, “আরএস এসের নাম করে বিজেপির অমিত শাহ একটি বাহিনী তৈরি করেছে”।