Salar school incident ট্যাবের টাকা কোথায় গেল? নেপথ্যে বড়সড় চক্রান্ত! অভিযোগ সালারে

Published By: Imagine Desk | Published On:

Salar school incident দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব নিয়ে এবার চাঞ্চল্যকর অভিযোগ। নাম , ঠিকানা সমস্ত নথি এক থাকলেও পাল্টে গেল ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর , আইএফসি কোড! অক্টোবরের শুরুতেই পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা ছিল। কিন্তু মাস পেরিয়ে গেলেও নির্দিষ্ট সময়ে টাকা না ঢোকায় উৎকণ্ঠা বাড়ে অভিভবাক মহলে। অভিযোগে তোলপাড় মুর্শিদাবাদের সালার থানার টেঁয়া শান্তিসুধা দাস বিদ্যামন্দির।
Salar school incident আর পাঁচজন অভিভাবকের মতোই অভিযোগ করছেন খন্দেকার আবু তালেব। বলছেন, ব্যাঙ্কে গিয়েছেন, স্কুলকে একাধিকবার জানিয়েও কোন সুরাহা হয়নি। স্কলারশিপের টাকা নির্দিষ্ট সময় মতো পেলেও ট্যাবের টাকা নিয়ে কেন এত হয়রানি হচ্ছে? প্রশ্ন তাঁর। অভিযোগ করছেন চক্রান্তের। খন্দেকার আবু তালেবের মতোই একই অভিযোগ করছেন আরও ১৫ টি পড়ুয়ার পরিবার। অভিযোগ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর পরিবর্তন করে আত্মসাৎ হয়েছে সেই টাকা।
প্রশ্ন হচ্ছে এত বড় জালিয়াতি? কারা যুক্ত? আর কোথায় কোথায় ঘটে যাচ্ছে এত বড় ঘটনা? যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গোটা ঘটনায় অস্বস্তিতে স্কুল কতৃপক্ষ। অভিভাবকদের অভিযোগ পেয়ে ইতিমধ্যেই সালার থানায় লিখিত ভাবে অভিযোগ দায়ের হয়েছে স্কুলের তরফে। স্কুলের প্রধান শিক্ষক অলোক নাথ দে জানান, বিভিন্ন জায়গা থেকে খবর পেয়ে পড়ুয়াদের ডকুমেন্ট যাচাই করে দেখা হয়। দেখা যায়, যে অ্যাকাউন্ট জমা আছে স্কুলে, ব্যাঙ্কের সাথে সেই অ্যাকাউন্ট নম্বর মিলছে না। ব্যাঙ্কের সাথে যোগাযোগ করা হয়। প্রশাসনিক স্তরে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক সেটাই চাই।
Salar school incident কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর পরিবর্তন করে এই টাকা আত্মসাৎ হচ্ছে? কতদূর ছড়িয়ে জালিয়াতির এই চক্র? বিস্মিত স্কুল কতৃপক্ষ থেকে অভিভাবকেরা। সঠিক তদন্ত করে দ্রুত উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবী উঠছে।