এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Salar RSP on SIR এসআইআর নিয়ে মিছিলে এ কী বলল আরএসপি?

Published on: December 14, 2025
RSP on SIR

Salar RSP on SIR রাজনীতির কোন ভাষ্য ফেরাতে চান নওফেল মহঃ সফিউল্লারা?

Salar RSP on SIR সব বৈধ ভোটারের নাম ভোটার তালিকায় নিশ্চিত করা, টোটো রেজিস্টেশন ফ্রি কমানো, ওয়াকফ সহ একাধিক ইস্যুতে সালারে পথে নামল আরএসপি। রবিবার সালার (Salar) জুড়ে হয় মিছিল। মিছিল শেষ হয় সভায়। এদিন মিছিল শেষে আরএসপি (RSP) নেতৃত্ব জানিয়েছেন, সকল বৈধ ভোটারের নাম ভোটার তালিকায় নিশ্চিত করার দাবি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ, রেজিস্ট্রেশনের নামে টোটো চালকদের কাছ থেকে অবৈধভাবে হাজার-হাজার টাকা নেওয়ার প্রতিবাদে রাস্তায় নেমেছেন।

আরও পড়ুনঃ Migrant Worker দেখা হল না সন্তানের মুখ, বেঙ্গালুরুতে পরিযায়ীর জীবন শেষ

Salar RSP on SIR
RSP সালার লোকাল কমিটির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিলের পর সালার রেল স্টেশনের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশে বক্তব্য রাখেন RSP জেলা সম্পাদক নওফেল মহঃ সফিউল্লা সহ RSP নেতা মনজিত চৌধুরী ও জামাল চৌধুরী

Salar RSP on SIR ‘তৃণমূল কংগ্রেস ও মমতা ব্যানার্জিকে প্রশ্ন করতে চাই’

Salar RSP on SIR আরএসপির জেলা সম্পাদক নওফেল মহম্মদ সফিউল্লা বলেন, আমাদের আজকের এই মিছিল ও সভার মূল কারণ হচ্ছে যে এসআইআর প্রক্রিয়ার মধ্য দিয়ে একজনও বৈধ ভোটারের নাম যেন তালিকা থেকে বাদ না যায়। তার দাবিতে আমাদের এই মিছিল। সেই সঙ্গে ওয়াকফ সম্পত্তিকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ লক্ষ্য করেছেন মমতা ব্যানার্জি এই মুসলিম সমাজের সঙ্গে বড় ধরনের প্রতারণা করলেন। তার বিরুদ্ধে ধিক্কার জানিয়ে মিছিল। আমরা তৃণমূল কংগ্রেস ও মমতা ব্যানার্জিকে প্রশ্ন করতে চাই, যে তিনি কার স্বার্থে এই মুসলিম সমাজের সঙ্গে ব্যয়মানি করলেন? এই স্বার্থের সঙ্গে কি নিজের ভাইপোকে জেল থেকে বাঁচানোর স্বার্থ আছে? এই স্বার্থের সঙ্গে কি কালীঘাটের অন্যান্য দুর্নীতিগ্রস্তদের টাকা বাঁচানোর স্বার্থ আছে? এই জবাব পশ্চিমবঙ্গের মানুষ চান।

Salar RSP on SIR

Salar RSP on SIR ‘পশ্চিমবঙ্গের রাজনীতিতে সেই ন্যারেটিভকে ফিরিয়ে আনতে চাই’

Salar RSP on SIR ওয়াকিবহাল মহলের মতে, একদা আরএসপির গড় ছিল মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গা। সেই ত্রিদিব চৌধুরীর সময় থেকে। রাজ্যে বাম সরকারের পতনের পর এখন এই জেলায় বিভিন্ন পকেটে ছাড়া সেভাবে আন্দোলনে সামনে আসতে দেখা মেলে না আরএসপির। এদিনের মিছিল বুঝিয়ে দিয়েছে, তাঁরা নতুন জীবনী শক্তি নিয়ে পথে নামছেন। নওফেল মহম্মদ সফিউল্লা আরও বলেন, আমরা পশ্চিমবঙ্গের রাজনীতিতে সেই ন্যারেটিভকে ফিরিয়ে আনতে চাই। যে রাজনীতির মধ্যে থাকবে- এলাকার শিক্ষার কথা, স্বাস্থ্যের কথা, রাস্তার উন্নয়নের কথা। পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তার কথা। মুর্শিদাবাদের শ্রমিকদের কেরালা যাতে না যেতে হয় তার বন্দোবস্ত, এই রাজ্যে শিল্পের বন্দোবস্ত।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now