এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Salar News: সালারে কিশোরীর সঙ্গে ভয়ঙ্কর ঘটনা, গ্রেপ্তার দুই

Published on: October 7, 2025
Salar News

নিজস্ব প্রতিবেদনঃ বহরমপুরের পরে এবার সালার। স্কুল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। সালারে  এক স্কুল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠল। এই ঘটনায় পাঁচ জনের নামে অভিযোগ দায়ের হয়েছে। ইতিমধ্যে সালার থানার পুলিশ দু’জনকে গ্রেপ্তার করেছ। বাকিদের খোঁজে পুলিশ এলাকায় তল্লাশি চালাচ্ছে। মেয়েটি তার বন্ধুর সঙ্গে একটি রেস্টুরেন্টে খেয়ে বাড়ি ফিরছিল। সেখান থেকে ফেরার পথে পাঁচ জন তাদের পথ আটকায়। ওই পাঁচ জন মেয়েটির সঙ্গে থাকা ছেলেটিকে  মারধর করে। পরে ছেলেটি সেখান থেকে পালিয়ে গিয়ে মেয়েটির বাড়িতে খবর দেয়। পুলিশ গিয়ে মেয়েটিকে উদ্ধার করে। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিস। ছাত্রীটিকে প্রয়োজনীয় পরীক্ষার জন্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Salar News

সালার থানার (Salar PS) ওসি তুষার মজুমদার বলেন, সন্ধ্যার সময় রেস্টুরেন্ট থেকে ফিরছিল ওরা। সেই সময় পাঁচ যুবক এক নির্জন জায়গায় তাদের পথ আটকায়। ছেলেটিকে মারধর করে। তার বন্ধু ঘটনাস্থল থেকে কোনওরকমে পালিয়ে আসে। ওই পাঁচ জন মেয়েটিকে ঝোপের ভিতরে নিয়ে যায়। মেয়েটিকে গণধর্ষণ করে। মেয়েটির সঙ্গে থাকা ছেলেটি মেয়েটির মাকে ফোন করে। মেয়েটির মা বাড়ির লোকেদের নিয়ে হাজির হন। পুলিসকেও জানান। তদন্তে নেমে দুজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছি। আরও তিন জনের খোঁজ চালাচ্ছি।

আরও পড়ুনঃ Migrant Workers বহরমপুরের ৬ শ্রমিকের ব্যাঙ্গালোরে একি পরিণতি

Salar News উল্লেখ্য, দুর্গাপুজোর সময় ঠাকুর দেখাতে নিয়ে যাওয়ার নাম করে এক স্কুল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে বহরমপুর থানা এলাকার সাটুইয়ে। ইটভাটায় ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now