Salar News নাকা-চেকিং এ আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুই

Published By: Imagine Desk | Published On:

Salar News  ১লা আগস্ট রাতে খারেরা মোড়ে নাকা তল্লাশির সময় সালার থানার পুলিশ দুজনকে গ্রেফতার করে। ধৃতদের নাম খন্দেকর নূর আলম ওরফে মঙ্গল, শুকুর সেখ ওরফে হাসান সেখ। দুজনেই ভরতপুরের ডাঙ্গাপাড়ার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, কেতুগ্রামের দিক থেকে সালারের দিকে যাওয়ার সময় খারেরা মোড়ে সন্দেহ হয় পুলিশের। জিজ্ঞাসাবাদের জন্য পথ আটকায় পুলিশ। তল্লাশি চালাতেই উদ্ধার হয় একটি দেশীয় ইম্প্রোভাইসড লোহার তৈরি পাইপগান, যার দৈর্ঘ্য প্রায় ১১ ইঞ্চি এবং দুটি ৩০৩টি তাজা গুলি। কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ঘটনাস্থলেই পুলিশ গ্রেফতার করে দুজনকে।

Salar News   সালার থানায় মামলা নং ৩৩৫/২৫ তারিখ ০২/০৮/২৫ তারিখে অস্ত্র (সংশোধন) আইন ২০১৯ এর ২৫(১) (ক) / ৩৫ ধারা অনুসারে মামলা শুরু হয়েছে। শনিবার ধৃতদের কান্দি মহকুমা আদালতে পাঠায় সালার থানা। এই মামলার তদন্তকারী অফিসারের তরফে ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়। যদিও কোর্ট পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।