Salar News সালার কাণ্ডে পুলিশের জালে মূল অভিযুক্ত

Published By: Imagine Desk | Published On:

Salar News জমি বিবাদের জেরে তুলকালাম কাণ্ড বাঁধে মুর্শিদাবাদেসালারে। এক প্রৌঢ়কে পিটিয়ে খুনের অভিযোগ হয় সালু গ্রাম পঞ্চায়েতের ধূড়শুন্ডা গ্রামে। এবার এই ঘটনায় ধরা পড়ল মূল অভিযুক্ত। জমি বিবাদে প্রৌঢ় খুনের ঘটনায় পূর্ব বর্ধমান থেকে গ্রেপ্তার করা হল মূল অভিযুক্তকে। গত ১৬ ই জুন, আয়ুব সেখ নামে ঐ প্রৌঢ়কে পিটিয়ে খুনের অভিযোগ হয়েছিল। এই ঘটনায় মৃতের স্ত্রী সালার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। বুধবার পূর্ব বর্ধমান থেকে সালার থানার পুলিশ মিলন শেখকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার ধৃতকে ১০ দিনের হেফাজতে চেয়ে কান্দি কোর্টে পাঠায় পুলিশ। পুলিশ সুত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি ভিন রাজ্যে পালানোর ছক কষেছিল। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে হাফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে সালার থানার পুলিশ।