এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Salar News সালার কাণ্ডে প্রতিবাদ DYFI এর, দেওয়া হল ‘ডেডলাইন’

Published on: October 8, 2025
Salar News

Salar News মুর্শিদাবাদেসালার থানায় বুধবার বিক্ষোভ এসএফআই, ডিওয়াইএফআই এর। জোট বেধে প্রতিবাদে সামিল ছাত্র, যুব, মহিলা সংগঠনের। কেন এই জমায়েত, প্রতিবাদ? বাম ছাত্র, যুব সংগঠনের দাবি- সালারে যা ঘটেছে তার প্রতিবাদে পুলিশের দ্বারস্থ হয়েছে তারা। অভিযোগ, উৎসবের মরশুমে একের পর এক বীভৎস ঘটনা ঘটেছে  মুর্শিদাবাদ জেলায়। বহরমপুর থেকে সালার- নাবালিকা নির্যাতনের ঘটনায় প্রশ্ন উঠছে মেয়েদের নিরাপত্তার। সালারে কিশোরীকে গণধর্ষণের মতো চাঞ্চল্যকর অভিযোগ আলোড়ন ফেলেছে ইতিমধ্যেই। এই ঘটনায় নির্যাতিতার পরিবারের তরফে  পাঁচ জনের নামে অভিযোগ হয়েছে সালার থানায়। অভিযুক্ত পাঁচ দুষ্কৃতির মধ্যে দুজন ধরা পড়লেও বাকীরা কোথায়? এই প্রশ্নের জবাব চেয়ে সালার থানায় ডেপুটেশন বাম ছাত্র, যুব মহিলা সংগঠনের। অভিযুক্তদের ধরতে বেঁধে দেওয়া হয়েছে ৭২ ঘণ্টার ডেডলাইন।

সালার থানার বাইরে জমায়েত

 

Salar News  তুঙ্গে রাজনৈতিক তরজা, কী অভিযোগ  DYFI এর?

Salar News ডিওয়াইএফআই মুর্শিদাবাদ জেলা সম্পাদক সন্দীপন দাস বলেন, ” মুর্শিদাবাদে এই জিনিস ছিল না। তৃনমূল কংগ্রেসের আমলে তৈরি হল। আমরা ইতিমধ্যেই পুলিশের কাছে গিয়েছি। ভয়াবহতা যারা তৈরি করছে তাদের বিরুদ্ধে কড়া শাস্তির ব্যবস্থা নিতে হবে। কড়া ব্যবস্থা গ্রহন করতে হবে পুলিশকে। ইতিমধ্যেই পুলিশ দুজনকে ধরেছে। আমরা পুলিশকে বলেছি, ৭২ ঘণ্টা সময় দিয়েছি পুলিশকে। যে আরও তিনজনকে ধরতে হবে এবং এই ঘটনায় যারা মদতপুষ্ট তাদেরকেও গ্রেফতার করতে হবে।”

Salar News  উল্লেখ্য, সোমবার রাতে রেস্তরাঁ থেকে বন্ধুর সাথে বাড়ি ফেরার পথে নির্যাতনের শিকার কিশোরী। সাথে থাকা বন্ধুকে মারধর করে এবং কিশোরীকে গণধর্ষণের অভিযোগ। পুলিশ ঘটনাস্থল থেকে নাবালিকাকে উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে ৫ জনের নামে থানায় অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করে মঙ্গলবার কান্দি কোর্টে তোলা হলে ২৪ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।

আরও পড়ুন- Murshidabad News সালার কাণ্ডে জেলে গেল ধৃত দুই, তুঙ্গে রাজনৈতিক তরজা

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now