Salar News বচসা থেকে এই কাণ্ড! যা দেখে চমকে গেলেন স্থানীয়রা

Published By: Imagine Desk | Published On:

Salar News   শনিবার হাড়হিম করা ঘটনা ঘটে গেল সালারের সালু অঞ্চলের আইজুনি গ্রামে। স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় বধূকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। ঘটনায় ইতিমধ্যেই আটক করা হয়েছে অভিযুক্তকে। স্থানীয় সূত্রে  জানা গিয়েছে, শনিবার দুপুরে আইজুনি টাওয়ার পাড়া এলাকায় স্বামী স্ত্রীর মধ্যে বচসা বাঁধে।  অভিযোগ, অশান্তির জেরে ঘরের মধ্যে স্ত্রী শর্মিলা কর্মকারকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করে স্বামী বকুল কর্মকার।  ঘটনা জানাজানি হতেই স্থানীয়রা সালার থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর থেকে মহিলাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে ঐ মহিলাকে। অভিযুক্তকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে সালার থানা