Salar News কেন এই পরিণতি হল নাবালকের? অভিযুক্তকে হাজতে নিয়ে তদন্তে পুলিশ

Published By: PRIYANKA DEB BISWAS | Published On:

Salar News মুর্শিদাবাদের সালারের খাঁড়েরা গ্রামে ঘটে যায় রহস্যজনক এক ঘটনা।  চতুর্থ শ্রেণীর ছাত্রের দেহ উদ্ধার হয় ঝোপের আড়াল থেকে। পরিবারের তরফে অভিযোগ হয় থানায়। তদন্তে নামে পুলিশ।  এই ঘটনায় সমীর মাজি নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ধৃতকে ১০ দিনের পুলিশ হেফাজতে চেয়ে কান্দি মহকুমা আদালতে তোলা হলে ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

Salar News অভিযুক্তের ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

 

Salar News সরকারি আইনজীবী কী জানালেন?

Salar News সরকারি আইনজীবী শুভ্র মিশ্র জানান, খাঁড়েরার এক বাসিন্দা নওশাদ সেখ অভিযোগ করেছিলেন যে গত ২১ অক্টোবর তাঁর দশ বছরের ছেলে রহিত সেখ বেলা ২ টো নাগাদ বাড়িতে কিছু না বলে বেড়িয়ে যায়। বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। তারপর তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রথমে অপহরণের কেস শুরু হয় পরবর্তীকালে খুনের মামলায় রুপান্তরিত হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ ১ জনকে ফরোয়ার্ড করে পাঠায় যার নাম সমীর মাজি। যেহেতু রহিত সেখকে মৃত অবস্থায় পাওয়া যায় তাই তদন্তের স্বার্থে পুলিশ সমীর মাজিকে ১০ দিনের পুলিশ হেফাজতে চায়, কোর্ট ৮ দিনের পুলিশ হাজতের নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন- Salar News সালারে ঝোঁপে ১০ বছরের শিশুর দেহ ! কে করল ……

Salar News    উল্লেখ্য,২১ অক্টোবর দুপুরে বাড়ি থেকে বেড়িয়ে নিখোঁজ হয় ১০ বছরের শিশু রহিত সেখ। পরিবার সুত্রে জানা গেছিল মাছ ধরতেই বাড়ি থেকে বেড়িয়েছিল সে। পরের দিন অর্থাৎ ২২ অক্টোবর বাড়ি থেকে কিছুটা দূরে ঝোপের মধ্যে উদ্ধার হয় তাঁর দেহ। প্রথমে অপহরণের মামলা হলেও পরবর্তীতে তা খুনের মামলায় রুপান্তরিত হয়। পরিবারের দাবি ছিল খুন করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে সমীর মাজিকে গ্রেফতার করে পুলিশ। পারিবারিক আক্রোশ নাকি পরিস্থিতির শিকার! ঘটনার নেপথ্যে কী? তদন্তে সালার থানা।