এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Salar News সালারে ভবঘুরের পরিণতি ঘিরে প্রশ্ন ! CCTV ফুটেজে..

Published on: October 28, 2025
Salar News 01

Salar News মুর্শিদাবাদের সালারে মর্মান্তিক পরিণতি হল এক ভবঘুরের। সালারের লাইব্রেরিপাড়ার  বাসিন্দা ফিরোজ সেখ মানসিকভাবে অপ্রকৃতস্থ ছিলেন। এদিক ওদিক ঘুরে বেড়াতেন। এদিন সকালে বাজারে চা খেতে গিয়েছিলেন। তারপর রাস্তার ধার থেকে উদ্ধার হয় দেহ। সামনে এসেছে সিসিটিভি ফুটেজ। সেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি মারধর করছেন ফিরোজ সেখকে। থাপ্পড় মারা  হচ্ছে। ঝাঁটা  দিয়েও মারধর করা হচ্ছে।

আরও পড়ুনঃ Salar News সালারে ঝোঁপে ১০ বছরের শিশুর দেহ ! কে করল ……

 কিন্তু কীভাবে মৃত্যুর ঘটনা ঘটল ? তদন্ত শুরু করেছে সালার থানার পুলিশ।

ফিরোজ সেখের আত্মীয় হালিম সেখের  দাবি, শোনা গিয়েছে এক দোকানদারকে চা চাইতে গিয়েছিলেন ফিরোজ। চা না দিয়ে সেই সময় তাঁকে মারধোর করেন চায়ের দোকানের মালিক। বিচার চাইছেন পরিবারের সদস্যরা। তিনি জানান, সকালে খোঁজ পান ভাইয়ের দেহ রাস্তার ধারে পরে আছে। এসে মরদেহ উদ্ধার করেন।

জানা গিয়েছে, সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে বাবলু মিঞা নামের চায়ের দোকানদার একটি ঝাঁটা দিয়ে মারধর করছেন।স্থানীয়দের দাবি, চায়ের দোকান থেকে প্রায় ৫০ মিটার দূরে রাস্তার উপরেই পরে যান ফিরোজ সেখ। জিজ্ঞাসাবাদের জন্য  বাবলু মিঞাকে আটক করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয়েছে কান্দি মহকুম হাসপাতালে Kandi Sub Division Hospital

Salar News কী বলছে পরিবার ?

ফিরোজ সেখ এদিন ওদিক ঘুরে বেড়াতেন।   মৃতের স্ত্রী মর্জিনা বিবি জানান, স্বামী বাড়িতে থাকতেন না। মানসিকভাবে অসুস্থ ছিলেন। কেউ পাশে দাঁড়ায় নি। এর মধ্যেই এরকম ঘটনা ঘটে গেল। বিচার চাইছেন তিনি।

 

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now