Salar News: সালারে সাব রেজিস্ট্রারের অফিস থেকে চুরি ৪১ হাজার টাকা !

Published By: Madhyabanga News | Published On:

রবীন্দ্রনাথ কৈবর্ত্তঃ সালারে সরকারি অফিসে দুঃসাহসিক চুরি । মুর্শিদাবাদের সালারে  এডিশনাল ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রারের অফিসে থেকে   চুরি গেল নগদ ৪১ হাজার টাকা। বৃহস্পতিবার যথারীতি বন্ধ করা হয়ে অফিস । শুক্রবার সকালে সালার সাব রেজিস্ট্রারের অফিসের তালা খুলতেই চক্ষু চড়ক গাছ অফিসের কর্মীদের। প্রতিদিনের মতোই দায়িত্বপ্রাপ্ত কর্মচারী তালা খোলেন অফিসের ঘরের। তারপরেই দেখেন অফিসের সমস্ত জিনিস লন্ডভন্ড । খবর দেওয়া হয় সালার থানার পুলিশকে। অফিস সূত্রে জানা গিয়েছে প্রায় ৪১ হাজার টাকা চুরি হয়েছে।

গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। সম্পূর্ণ অফিস সিসিটিভি ক্যামেরায় মোড়া । তার পরেও চুরিতে স্তম্ভিত সকলে। সিসিটিভি’র সূত্র ধরেই   তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তে   সুবিধা হয় কিনা? কারা এই কাণ্ডের সাথে যুক্ত তাদের ধরতে পারে কিনা পুলিশ! সেটাই এখন দেখার।

See also  কেন বন্ধের মুখে ফারাক্কার এই প্রাথমিক বিদ্যালয়?