এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Kandi School: সালারে একই রাতে দুই স্কুলে চুরি , উধাও কম্পিউটার, ফ্যান, মোটর Thieves steal from schools

Published on: July 21, 2022
madhaipur school

রবীন্দ্রনাথ কৈবর্ত্ত্য: বৃহস্পতিবার একই রাতে চুরি হয়ে গেল সালারের দুটি স্কুলে। পর পর দু’টি স্কুলে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল সালার থানার মাধাইপুর গ্রামে । বৃহস্পতিবার স্কুল খুলতেই চুরির বিষয়টি নজরে আসে স্কুল কতৃপক্ষ ও স্থানীয়দের। সালারের মাধাইপুর জুনিয়ার উচ্চ বিদ্যালয় থেকে চুরি যায় জল তোলা মোটর। এর জেরে এদিন ছাত্র ছাত্রীদের পানীয় জল ও মিড ডে মিল রান্নার সমস্যা হয়।

এই স্কুলের পাশে মাধাইপুর তৈয়াবা ইসলামিয়া জুনিয়ার উচ্চ বিদ্যালয়েও চুরির ঘটনা ঘটে। স্কুলের গেটের তালা ভেঙে বেশ কয়েকটি কম্পিউটার, ফ্যান, জেনারেটর নিয়ে গিয়েছে যোরেরা । সকালেই খবর দেওয়া সালার থানায়। ঘটনাস্থলে পৌচ্ছায় পুলিশ। পরপর দুটি চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কীভাবে দুটি স্কুলে চুরির ঘটনা ঘটল তা ক্ষতিয়ে দেখছে পুলিশ। উল্লেখ্য এর আগেও মাধাইপুর জুনিয়ার উচ্চ বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছিল । চুরির ঘটনায় একই দল যুক্ত কিনা সেই বিষয়েও তদন্ত করছে পুলিশ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now