Salar murder case মুর্শিদাবাদের সালারে তৃণমূল কর্মী খুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করল পুলিশ। মঙ্গলবার রাতে সালারের কান্দরা এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। ধৃত রজব আলী ও সানোয়ার সেখ সালার থানা এলাকারই বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা যায়। ধৃতদের বুধবার সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে কান্দি কোর্টে পাঠায় পুলিশ। সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন খতিয়ে দেখে বিচারক তাদের তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। উল্লেখ্য, সোমবার রাতে দলীয় কার্যালয় থেকে ফেরার পথে সালার থানার মালিহাটি গ্রাম পঞ্চায়েতের কান্দরা গ্রামে খুন হন তৃণমূল কর্মী আলাই সেখ। এই ঘটনায় মৃতের পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতেই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
Salar murder case সালার কান্ডে পুলিশ হেফাজতে দুই অভিযুক্ত
Published By: Imagine Desk |
Published On:
