Salar Incident মাঠের মধ্যে ঝোপের আড়ালে রাখা একটি ব্যাগ। সেই ব্যাগ দেখেই সন্দেহ হয় এক বালকের। সন্দেহজনক অবস্থায় থাকা ব্যাগের খবর জানায় গ্রামের মানুষকে। সেখান থেকে জনপ্রতিনিধিদের কানে যেতেই খবর দেওয়া হয় থানায়। আর তারপরই হয় রহস্যের পর্দাফাঁস!বাজারের ঝোলার মধ্যে কী? বুধবার সকালে উদ্ধার হওয়া ব্যাগে হাত দিতেই দেখা গেল ১৫ টা তাজা বোমা রাখা। যা দেখে আঁতকে ওঠার উপক্রম। এখানেই শেষ নয় মঙ্গলবার রাতেও উদ্ধার হয় ২১ টি তাজা বোমা! পরপর দু দিন বিপুল সংখ্যক বোমা উদ্ধারের ঘটনায় কার্যত আতঙ্ক ছড়াল মুর্শিদাবাদের সালার থানার অন্তর্গত মালিহাটি কান্দরা অঞ্চলে। এই অঞ্চলেই দুই জায়গায় উদ্ধার বিপুল পরিমাণে তাজা বোমা। মোট ৩৬ টি বোমা উদ্ধার করেছে পুলিশ। মুর্শিদাবাদ পৌর এলাকার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ঘটনাস্থল সালার! উৎকণ্ঠা আর আতঙ্কে ঘুম উড়ল গ্রামবাসীদের।
Salar Incident পুলিশ সূত্রে কী জানা গিয়েছে?
Salar Incident পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে মালিহাটি কান্দরার চুনশহর এলাকা থেকে উদ্ধার হয় ২১ টি তাজা বোমা। তারপরেই বুধবার সকালে ফের বোমা উদ্ধার হয় ওই অঞ্চলেরই ডাঙ্গাপাড়া এলাকায়। মাঠের মধ্যে ঝোপের পাশে রাখা ছিল লাইলনের ব্যাগ। সেই ব্যাগ থেকে উদ্ধার হয় আরও ১৫টি তাজা বোমা। এত বোমা কীভাবে এল? কারা রাখল? যা নিয়ে সন্দেহ দানা বাঁধছে এলাকাবাসীদের মনেও।
Salar Incident স্থানীয় বাসিন্দারা কী বলছেন?
Salar Incident স্থানীয় বাসিন্দা ফজলে হক মোল্লা বলেন, ” আগেও বোমা উদ্ধার হয়েছিল। আবার হল। অত্যন্ত আতঙ্কিত গ্রামের মানুষ। মাঠে ঘাটে বোম পড়ে থাকছে, বাচ্চারা আসে। কোথাও কিছু হলে বিপদ হয়ে যাবে, এলাকায় শান্তি বজায় থাকুক এটাই চাই।” আরও এক বাসিন্দা মহিদুল ইসলাম বলেন, ” প্রশাসনের কড়া পদক্ষেপ নেওয়া উচিৎ। কে বা কারা বোমা রাখছে আমরা জানি না। এরকম ঘটনা যাতে আর না ঘটে সেদিকে হস্তক্ষেপ করুক পুলিশ।”
Salar Incident বুধবার দুপুরে উদ্ধার হওয়া ৩৬টি বোমা নিষ্ক্রিয় করে বম্ব ডিসপোজাল স্কোয়াড Bomb Disposal Squad । কে বা কারা কী কারণে বোমা মজুত করেছিল তা খতিয়ে দেখছে সালার থানার পুলিশ। গোটা এলাকায় আর কোথাও বোমা মজুত রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে।