Salar Incident দুষ্কৃতিদের জুলুম ! তোলা না দেওয়ায় সালারে আক্রান্ত ব্যবসায়ী

Published By: Imagine Desk | Published On:

Salar Incident  এলাকায় সক্রিয় সিন্ডিকেট রাজ!  তোলা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ। ঘটনাকে ঘিরে উত্তেজনা মুর্শিদাবাদের সালারে। ব্যবসায়ীকে বাঁচাতে গিয়ে আহত হলেন স্থানীয়রাও।  আহত হয়েছেন মোট ছ’জন। আহতদের মধ্যে কান্দি হাসপাতালে Kandi Sub Division Hospital ভর্তি রয়েছেন চারজন।

Salar Incident স্থানীয় সূত্রে কী জানা গিয়েছে?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত দশ টা নাগাদ সালারের দফাদার পাড়া এলাকায় শাহজাহান কৃষি শস্য ভাণ্ডার নামক দোকানে বসেছিলেন দোকান মালিক শাহজাহান সেখ। সেই মুহূর্তে পাঁচটি বাইক নিয়ে হামলা চালায় দুষ্কৃতিরা।  ঘিরে ধরা হয় ব্যবসায়ীকে।  পঞ্চাশ হাজার টাকা দাবি করা হয়। সেই টাকা দিতে অস্বীকার করায় শুরু হয় মারধর!  ব্যবসায়ীকে বাঁচাতে গিয়ে স্থানীয়রা আহত হন। আহতদের মধ্যে দুজন মহিলাও রয়েছেন।

Salar Incident  কী অভিযোগ আহত ব্যবসায়ীর?

Salar Incident   আহত ব্যবসায়ী শাজাহান সেখ বলেন, “নিজের দোকানেই দুজন কর্মচারী আর কয়েকজন বন্ধুদের সাথে বসেছিলাম। কয়েকজন দুষ্কৃতি মুখে মাস্ক পরে জবরদস্তি চাঁদা দেওয়ার দাবী করে। টাকা না দেওয়ায় বাকবিতণ্ডা চলে, এরপর মারধর করে।” তাঁর অভিযোগ- ” প্রায় দেড় বছর ধরে রাতের অন্ধকারে ব্যবসায়ীদের উপর হামলা, জুলুম চালাচ্ছে সিন্ডিকেট বাহিনী”।আহত এক দোকানের কর্মী আজিজুল ইসলাম খান বলেন, ” আচমকাই দোকানে এসে চড়াও হয় দুষ্কৃতিরা। মাথায় আঘাত করে।”

Salar Incident  পুলিশের নজর এড়িয়ে কীভাবে সিন্ডিকেট চলছে তা নিয়ে প্রশ্ন উঠছে। এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ সালার ব্যবসায়ী সমিতির সম্পাদক কাজী নাজমুল আলমের। বলেন, ” সালারে দীর্ঘদিন ধরে দুষ্কৃতি রাজ চলছে, স্থানীয় প্রশাসন এই বিষয়ে নজর দিক। অপরাধীরা যাতে ধরা পড়ে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি”।