Salar Incident গ্রাম্য বিবাদে তুলকালাম কাণ্ড! প্রাণ গেল প্রৌঢ়ের

Published By: Imagine Desk | Published On:

Salar Incident মুর্শিদাবাদ জেলার সালার থানার অন্তর্গত সালু গ্রাম পঞ্চায়েতের ধূরশুন্ডা গ্রামে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা।  জায়গার দখল নিয়ে দুই পরিবারের মধ্যে ঝামেলা, হাতাহাতি। ঘটনায় প্রাণ গেল এক প্রৌঢ়ের। মৃতের নাম আয়ুব খাঁ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে বাড়িতে একাই ছিলেন আয়ুব খাঁ। সেই সময় প্রতিবেশী মিলন সেখ ও তার ছেলেরা এসে মারধর করে বলে অভিযোগ। মারধরের জেরে প্রাণ যায় বলে আয়ুব খাঁয়ের, এমনটাই অভিযোগ করেন তাঁর মেয়ে আর্জিনা খাতুন। বলেন, কোন শত্রুতা ছিল না।  জায়গা নিয়েই সমস্যা ছিল বছর দুয়েক ধরে। এদিন ফের ঝামেলা হয়। লাঠি দিয়ে বেধড়ক মারধর করে খুন করা হয়।

মৃত প্রৌঢ়

 

Salar Incident ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পাড়া প্রতিবেশীরা ভিড় করেন মৃতের বাড়িতে। কান্নায় ভেঙে পড়েন আত্মীয় সজনেরা। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে সালার থানার পুলিশ। এই ঘটনায় এখনও অবধি কোন গ্রেপ্তারের খবর জানা যায় নি।