Salar incident প্রতিশোধ নিতে পরিকল্পিত হামলা! একের পর এক বাড়িতে হামলা, ভাংচুর। তোলপাড় এলাকা। লন্ডভণ্ড পোল্ট্রি ফার্ম। চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে জিনিসপত্র। রাতের অন্ধকারে দুষ্কৃতি তাণ্ডব চালানোর অভিযোগ! যে ঘটনায় শনিবার তীব্র চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের সালারের মালিহাটি হাজিমপাড়া এলাকায়। এই ঘটনায় অভিযোগের তীর স্থানীয় পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে। গত ১৪ ই অক্টোবর রাতে সালারের মিলকি গ্রামে খুন হন তৃণমূল কর্মী আলাই সেখ। সেই খুনে অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর ও লুঠপাটের অভিযোগ উঠল এবার। আলাই সেখ খুনের পর থেকে অভিযোগ, পাল্টা অভিযোগ উঠছে এলাকায়। এবার ভাংচুরের অভিযোগ স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য রউফ আলীর বিরুদ্ধে। উল্লেখ্য, গত ১৪ই অক্টোবর পার্টি অফিস থেকে ফেরার পথে খুন হন আলাই সেখ। তাঁর সাথেই ছিলেন তাঁর ভাইপো পঞ্চায়েত সদস্য রউফ আলী। এই ঘটনায় সালার থানায় খুনের অভিযোগ দায়ের করে পুলিশ। খুন কাণ্ডে গ্রেপ্তারও হন বেশ কয়েকজন। অভিযোগ, শুক্রবার রাতে কিছু দুষ্কৃতি খুনে অভিযুক্তদের বাড়িতে ও পোল্ট্রি ফার্মে ভাঙচুর ও লুঠপাট চালায়। এই ঘটনায় পঞ্চায়েত সদস্য রউফ আলীর বিরুদ্ধে অভিযোগ তুলছেন ক্ষতিগ্রস্তরা। পরিকল্পিত ভাবে এই হামলা, বিগত ২০ দিন ধরে অত্যাচার চলছে বলে অভিযোগ। থানাতেও যেতে পারছেন না বলেই অভিযোগ ক্ষতিগ্রস্ত পরিবারের বধূর।
Salar incident যদিও এই হামলার অভিযোগ মানতে নারাজ রউফ আলী। তাঁর পাল্টা দাবি এই হামলার সাথে তাঁর কোন যোগ নেই। পাল্টা দাবী- নিজেই আক্রান্ত। তাঁকেই খুনের টার্গেট ছিল। প্রাণ দিতে হল কাকাকে। রউফ আলী জানান, প্রশাসন সঠিক ব্যবস্থা নিক। দল ব্যবস্থা নিক।
Salar incident গোটা ঘটনায় এলাকায় রাজনৈতিক চাপানউতোর। থমথমে গোটা এলাকা। স্থানীয় অঞ্চল সভাপতি, তৃণমূল নেতা রেজাউল সেখ জানান, আলাই সেখ খুন কাণ্ডে প্রশাসনিক ব্যবস্থা নিক। দলের কোন ইন্ধন নেই। যারা ভাঙচুরের ঘটনা ঘটাচ্ছে তারা দুষ্কৃতি। অশান্তির বাতারন তৈরি হচ্ছে এলাকায়। শান্তি ফেরা পুলিশকে বলা হয়েছে।