নিজস্ব সংবাদদাতা, সালারঃ ভোটের আগে উত্তপ্ত সালার। সিপিআই(এম) ভার্সেস তৃণমূল দ্বন্দ্ব। চলল ইট বৃষ্টি থেকে শুরু করে চলল বোমাবাজিও। সালারের কাগ্রামের ধোনডাঙা এলাকায় বোমা বাজির ঘটনায় চার জনকে গ্রেপ্তার করল পুলিশ। অভিযুক্ত চারজনের মধ্যে রয়েছেন এলাকার সিপিআই(এম) প্রার্থীও।
মঙ্গলবার বিকেলে সালারের ধোনডাঙা এলাকায় সিপিআই(এম)-এর প্রচার চলছিল। সেই সময় মিছিলে বাঁধা দেওয়ার হয় বলে অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সিপিআই(এম)-তৃণমূল দুইপক্ষের মধ্যে চলে বোমাবাজি, ইটবৃষ্টি। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
পুলিশ এই ঘটনার জেরে চারজনকে গ্রেপ্তার করে। সিপি(আই)এম প্রার্থী ইদ মহম্মদ সহ তিনজন এবং তৃণমূলের একজনকে গ্রেপ্তার করা হয়। বুধবার সকালে ধৃত চারজনকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে কান্দি কোর্টে পাঠায় সালার থানার পুলিশ।