Sagarpara পাঁচ মাস আগে পরিবার ছেড়ে রুটিরুজির টানে গিয়েছিলেন ভিন রাজ্যে। কথা ছিল ইদের ছুটিতে বাড়ি ফেরার। কিন্তু পরবের আগেই শোকের ছায়া নেমে এল পরিবারে। মহারাষ্ট্রে বহুতল থেকে পড়ে মৃত্যু হল মুর্শিদাবাদের সাগরপাড়ার এক পরিযায়ী শ্রমিকের। সাগরপাড়া থানার অন্তর্গত খয়রামারী বাগিচাপাড়া এলাকার বাসিন্দা মিলন মণ্ডল নাগপুরে রাজমিস্ত্রীর কাজে গিয়েছিলেন। গত সোমবার ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। কাজ করার সময় বহুতল থেকে পড়ে মৃত্যু হয় তাঁর। মৃত্যু সংবাদ বাড়িতেই আসতেই কান্নায় ভেঙে পরেন পরিবারের সদস্যরা। মৃতের বাবা একরাম মণ্ডল জানান, ইদে বাড়ি আসার কথা ছিল ছেলের। কিন্তু এভাবে যে দুর্ঘটনা ঘটে যাবে ভাবতেও পারছিনা।
Sagarpara বাড়ি জুড়েই কান্নার রোল। গ্রামের মানুষজন ভিড় করেছেন মিলন মণ্ডলের বাড়িতে। স্বামীর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন স্ত্রী। ন’বছর হয়েছে বিয়ে। দুই মেয়ে, এক ছেলে রয়েছে। আপনজনকে হারিয়ে শোকে পাথর গোটা পরিবার। দেহ বাড়ি ফেরার অপেক্ষায় আত্মীয় সজনেরা।