Sagarpara students agitation ট্যাবের টাকা না পেয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ পড়ুয়াদের

Published By: Imagine Desk | Published On:

Sagarpara students agitation  ট্যাবের টাকা না মেলায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল পড়ুয়ারা৷ রাজ্য সরকারের প্রতিশ্রুতি মতো ট্যাব কেনার টাকা না পেয়ে সাগরপাড়ায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ ছাত্র ছাত্রীদের। পড়ুয়াদের কথায়, দুর্গাপুজোর আগে রাজ্য সরকার ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের আওতায় প্রায় ১৬ লক্ষ ছাত্র-ছাত্রীকে ট্যাব কেনার টাকা দিতে শুরু করে সরকারি এবং সরকার প্রসূত স্কুলের উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের। এবারই প্রথম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সমস্ত পড়ুয়াকে এই টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়। অভিযোগ, নির্দেশিকা মতো সাগরপাড়ার বিভিন্ন স্কুলে ছাত্র ছাত্রীরা ট্যাবে টাকা পেলেও এখনও কাজীপাড়া হরিদাস বিদ্যাভবনের ছাত্রী ছাত্রীরা সেই টাকা পায়নি। স্কুল কতৃপক্ষকে জানিয়েও সুরাহা না মেলায় পুজোর ছুটির পর মঙ্গলবার স্কুল খুলতেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা। বিক্ষোভরত পড়ুয়াদের প্রশ্ন- কেন তারা ট্যাবের জন্য টাকা পাবে না? কেন সব স্কুল পেলেও তাদের টাকা দিতে টালবাহানা হচ্ছে?

Sagarpara students agitation ২০২৪ সালে একাদশ, দ্বাদশের পড়ুয়াদের ট্যাবের টাকা না পাওয়ার বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক ফেরদৌস ওয়াহিদ সেলিম বলেন, কারণ জানা নেই, তবে শুধু এই স্কুল নয়, মুর্শিদাবাদের অনেক স্কুল আছে যারা এখনও এই টাকা পায় নি। আমাদের তরফ থেকে তৎপরতার সাথে কাজ করেছি। জেলা বিদ্যালয় পরিদর্শকের সাথে কথা হয়েছে। সপ্তাহ খানেকের মধ্যে টাকা ঢুকে যাবে বলে আশা রাখছি।

Sagarpara students agitation এদিকে রাস্তায় বাঁশ দিয়ে পড়ুয়াদের বিক্ষোভ, অবরোধের জেরে ভোগান্তিতে পড়েন স্থানীয় লোকজন, পথচারীরা। দীর্ঘক্ষণ ধরে রাস্তায় বাঁশ বেঁধে অবরোধ করে রাখা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশও। প্রধান শিক্ষকের আশ্বাস পেয়ে কয়েক ঘণ্টা পর অবরোধ তুলে নেন পড়ুয়ারা।