Sagarpara School  শব্দ থেকে বিদ্যুৎ ! সাগরপাড়ায় ১২৫ বছরের স্কুলে পড়ুয়াদের চমক

Published By: Imagine Desk | Published On:

Sagarpara School   শব্দ থেকে বিদ্যুৎ তৈরি হতে পারে ? প্রশ্ন মাথায় এসেছিল সাগরপাড়া হাইস্কুলের SAGARPARA HIGH SCHOOL  পড়ুয়াদের মাথায়। বিদ্যুৎ সংকট মোকাবিলা করে কীভাবে এই কাজ কড়া হবে তাও মডেল বানিয়ে করে দেখিয়েছে পড়ুয়ারা। রয়েছে চাপ শক্তি থেকে বিদ্যুৎ শক্তি তৈরীর মডেলও। এই সব মডেল নিয়ে প্রদর্শনী হল ভারত বাংলাদেশ  সীমান্তবর্তী সাগরপাড়া হাইস্কুলের   ১২৫ তম বর্ষ উদযাপনে বিশেষ অনুষ্ঠানে  । শুক্রবার স্কুল প্রাঙ্গণে  ১২৫ তম বর্ষ উদযাপনে ছিল নানা চমক। এদিকে ছিল ছাত্র ছাত্রীদের হাতের তৈরি হস্ত শিল্পের প্রদর্শনী অন্যদিকে ছিল বিজ্ঞান প্রদর্শনী থেকে চিত্র প্রদর্শনীও। ছাত্র ছাত্রীদের হাতের কাজের বিভিন্ন জিনিস দিয়ে সাজান হয়েছিল হস্তশিল্পের প্রদর্শনী।

Sagarpara School কী কী ছিল প্রদর্শনীতে ?

Sagarpara School   বিজ্ঞানের বিভিন্ন মডেল তুলে ধরা হয়েছিল বিজ্ঞান প্রদর্শনীতে। সেখানে এদিকে দেখান হয়েছে চাপ শক্তি থেকে বিদ্যুৎ তৈরি, শব্দ শক্তি দিয়ে বিদ্যুৎ তৈরি।  সাথে ছিল ফ্রি হেলথ ক্যাম্পের ব্যবস্থাও। সেই দায়িত্বে ছিল ছাত্র ছাত্রীরাও । তিনদিন চলবে এই হেলথ ক্যাম্প।Sagarpara School   এদিন স্কুলে প্রদর্শনীর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন  অনুষ্ঠানে যোগদেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান Md Abu Taher Khan , জলঙ্গির বিধায়ক আব্দুর রাজ্জাক সহ বিশিষ্টজনেরা। শুধু একদিনের অনুষ্ঠান নয়, আগামী তিন দিন স্কুলে চলবে নানা অনুষ্ঠান।