Sagarpara Road Block রাজ্য সড়ক অবরোধ করে প্রতিবাদ! কেন বিক্ষোভ সাগরপাড়ায়?

Published By: Imagine Desk | Published On:

Sagarpara Road Block এলাকায় ঘটে যায় চুরির ঘটনা। সন্দেহের তালিকায় থাকা এলাকারই এক যুবককে পুলিশ গ্রেপ্তার করতেই ক্ষোভে ফেটে পড়লেন ধৃতের পরিবারের লোকজন। মুর্শিদাবাদের সাগরপাড়ার Sagarpara নরসিংপুর বাজারে সোনার দোকানে চুরির ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয় যুবককে। এরই প্রতিবাদে শুক্রবার সকালে রাজ্য সড়ক অবরোধ করে প্রতিবাদ ধৃতের পরিবার পরিজনদের।

Sagarpara Road Block কখন শুরু হয় অবরোধ! কতক্ষণ চলে?

সাগরপাড়ার রাস্তা অবরোধ করে বিক্ষোভ সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়। অবরোধ করে রাখা হয় রক্সি মোড়। প্রায় দেড ঘণ্টা ধরে সেখপাড়া-সাগরপাড়া রাজ্য সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ।

Sagarpara Road Block  অভিযুক্তের পরিবারের দাবী কী?

পরিবারের দাবি ধৃত মকসেদ মন্ডল নির্দোষ। ধৃতের স্ত্রী মেহেনারা বিবি বলেন, ” জিজ্ঞাসাবাদের জন্য ধরে নিয়ে যাওয়া হয়। স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে”। গত ১৩ই ডিসেম্বর সাগরপাড়ার নরসিংপুর বাজারে পর পর দুটি সোনার দোকানে চুরির ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুজনের মধ্য একজন মকসেদ মণ্ডল। অবরোধের জেরে এদিন চরম বিশৃঙ্খলা ছড়ায় এলাকায়। দীর্ঘক্ষণ বন্ধ থাকে যান বাহন চলাচল। সমস্যার মুখে পড়েন পথচারীরা।