Sagarpara road block বেহাল রাস্তা হাঁটাচলার অযোগ্য! রাস্তার দাবিতে রাস্তা অবরোধ সাগরপাড়ায়

Published By: Imagine Desk | Published On:

Sagarpara road block রাস্তার জন্য রাস্তা অবরোধ গ্রামবাসীদের। নটিয়াল থেকে গোধনপাড়া পর্যন্ত বেহাল রাস্তা সংস্কারের দাবীতে শনিবার পথে নেমে প্রতিবাদ। সাগরপাড়ার নটিয়াল বাজারে জলঙ্গী শেখপাড়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। এদিন সকালে দীর্ঘক্ষণ ধরে চলে অবরোধ। গ্রামবাসীদের দাবি, সাগরপাড়া থানার নটিয়াল বাজার থেকে গোধনপাড়া যাওয়ার রাস্তা দীর্ঘ কয়েক বছর ধরেই বেহাল। নিম্নচাপের বৃষ্টিতে চলাচলের অযোগ্য হয়েছে রাস্তা। জমা জলে ঘটছে একের পর এক দুর্ঘটনা। বারবার বিভিন্ন দপ্তরে জানিয়েও সুরাহা মেলেনি। তাই বাধ্য হয়েই রাস্তা সংস্কারের দাবিতে নটিয়াল বাজারে রাস্তায় বাঁশ বেঁধে ও বেঞ্চ পেতে চলে অবরোধ।

Sagarpara road block স্থানীয়রা বলছেন, রাস্তা সংস্কার না হওয়া অব্ধি প্রতিবাদ, আন্দোলন দফায় দফায় চালিয়ে যাবেন তারা। ঘটনাস্থলে আসেন জলঙ্গি পঞ্চায়েত সমিতির সভাপতি কবিরুল ইসলাম। আশ্বাস দেন স্থানীয়দের। তিনি বলেন, ২৪০ মিটার রাস্তার হাল ফেরাতে ব্লক প্রশাসনের সাথে আলোচনা করে দ্রুত সংস্কারের ব্যবস্থা করা হবে।

Sagarpara road block রাস্তা অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয় এলাকায়। আটকে পরে বাস, লরি থেকে অনান্য ছোট গাড়িও। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সাগরপাড়া ও রানীনগর থানার পুলিশ। বিক্ষোভকারীদের সাথে কথা বলেন তারা। বেশ কিছুক্ষন পর অবরোধ তুলে নেন স্থানীয়রা।