এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Sagarpara Road blockপদ্মায় মাছ ধরতে বাধা! রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ সাগরপাড়ায়

Published on: October 1, 2024

Sagarpara Road block তিন ধরে পদ্মার জলে নামার অনুমতি মেলেনি। সীমান্ত রক্ষা বাহিনীর এই নির্দেশ মানতে রাজী নন মৎস্যজীবীরা। পরিচয় পত্র দেখিয়ে পদ্মায় নামলেও কেন বাধার মুখে পড়বেন? এই প্রশ্ন তুলে অবিলম্বে পদ্মায় মাছ ধরতে দেওয়ার অনুমতির দাবীতে রাস্তা অবরোধ করে প্রতিবাদ, বিক্ষোভ মুর্শিদাবাদের সাগরপাড়ায়। মাঝ রাস্তা বাঁশ দিয়ে ঘিরে রেখে সাগরপাড়া থানার সামনে জলঙ্গী – শেখপাড়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ চলে মৎস্যজীবীদের। অভিযোগ, সাগরপাড়া থানার সীমান্তবর্তী সিংপাড়া কলোনী এবং চকচৈতন এলাকায় পদ্মার মাছ ধরতে নামতে দিচ্ছে না বিএসএফ। স্থানীয় মৎস্যজীবী মিঠুন হালদার বলেন, ” আমাদের জমিজায়গা নেই। মাছ ধরেই পয়সা উপার্জন করি, সংসার চলে। পরিচয় পত্র জমা দিয়ে পদ্মায় যাই। এখন কোটি টাকার জাল গাঙে পড়ে আছে। ” মঙ্গলবার সকাল থেকেই অবরোধ শুরু হয়। প্রায় ঘণ্টা তিনেক ধরে অবরোধ চলার পর প্রশাসনের হস্তক্ষেপে ও আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন মৎস্যজীবীরা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now