Sagarpara News বাড়ির পাশেই নির্মিয়মাণ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক পরিণতি এক যুবকের। জানা গিয়েছে, সাগরপাড়ার খয়রামারি এলাকায় নিজেরই নির্মিয়মাণ বাড়ির মোটরে বিদ্যুৎ সংযোগের কাজ করছিলেন বছর ২২ এর সাহাবুল সেখ। তখনই অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘরের মধ্যেই লুটিয়ে পরে থাকে যুবক। পরিবারের লোকজন টের না পেলেও প্রতিবেশীরা বুঝতে পেরে ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। খবর দেওয়া হয় বাড়িতে। যদিও শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে আসেন পরিবারের সদস্যরা। যুবকের মৃত্যু সংবাদে কান্নায় ভেঙে পরেন পরিবারের লোকজন। নিজের বাড়িতেই যুবকের মর্মান্তিক পরিণতিতে শোকের ছায়া এলাকা জুড়ে। অসাবধানতার মাশুল দিতে হল প্রাণ দিয়ে, এমনটাই মনে করছেন স্থানীয়রা।
Sagarpara News ২২ এই শেষ! সাগরপাড়ার যুবকের মর্মান্তিক পরিণতিতে শোকস্তব্ধ পরিবার
Published By: Imagine Desk |
Published On:
