Sagarpara News চা খাওয়া আর হল না বৃদ্ধের। চা খেতে যাওয়ার পথেই দুর্ঘটনায় প্রাণ গেল নজের মোল্লা নামে এক বৃদ্ধের।

কিভাবে ঘটল দুর্ঘটনা ?
Sagarpara News মঙ্গলবার সাত সকালে সাগরপাড়া থানার নটিয়াল বাজার এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। জানা গিয়েছে সাগরপাড়া থানার মোল্লারচক এলাকায় বাসিন্দা বছর ৭০ এর নজের মোল্লা প্রতিদিনই সকালে চা খেতে নটিয়াল বাজারে যেতেন।এদিন সকালেই পায়ে হেঁটে নটিয়াল বাজারে যাচ্ছিলেন। বাজারের মধ্যে রাস্তা পারাপার করার সময় বাইকের ধাক্কায় রাস্তায় ছিঁটকে পড়েন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।
কী বলছেন স্থানীয়রা ?
Sagarpara News মৃতের প্রতিবেশী রাজীব সেখ জানান, রাস্তা পারাপারের সময় হয়তো বাইকের সাথে ধাক্কা লেগে পরে জান নজের মোল্লা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।বৃদ্ধের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে।















