Sagarpara News রাতের অন্ধকারে সন্দেহ জনকভাবে ঘোরাঘুরি! তল্লাশি চালাতেই রহস্যের পর্দাফাঁস। পুলিশের জালে তিন জন। উদ্ধার হয়েছে পিস্তল, ম্যাগাজিন ও গুলি। পুলিশ সুত্রে জানা গিয়েছে গোপন সুত্রে খবর পেয়ে সাগরপাড়া থানার পুলিশ রবিবার রাতে অভিযান চালায়। জয়পুর মাঠ সংলগ্ন এলাকায় রাস্তার পাশে ঘোরাঘুরির সময় আটক করা হয় তিনজনকে। তাদের কাছে তল্লাশি চালাতেই উদ্ধার হয় একটি পিস্তল, একটি পাইপগান , সাত রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন। ধৃত লিটন শেখ, হুমায়ুন কবির ও সৈয়দ সরকার সাগরপাড়া থানা এলাকারই বাসিন্দা। কী কারনে আগ্নেয়াস্ত্র নিয়ে রাতের অন্ধকারে ঘুরছিল তারা তা জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। সোমবার ধৃতদের ৭ দিনের হেফাজতে চেয়ে বহরমপুরে সিজেএম কোর্টে পাঠায় পুলিশ।
Sagarpara News রাতের অন্ধকারে কীসের ছক ? যা ঘটল সাগরপাড়ায়
Published By: Imagine Desk |
Published On:
