এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Sagarpara News মুর্শিদাবাদের এই গ্রাম পঞ্চায়েত দখলে নিল কে?

Published on: May 7, 2025
Sagarpara News

Sagarpara News হাহকোর্টের নির্দেশে বুধবার কড়া নিরাপত্তায় বোর্ড গঠন হল মুর্শিদাবাদের সাগরপাড়া গ্রাম পঞ্চায়েতে। পুনরায় প্রধান হলেন তৃণমূলের বৈশাখী সরকার। বোর্ড গঠন ঘিরে সকাল থেকে ছিল টান টান উত্তেজনা। গত পঞ্চায়েত ভোটে ৩০ আসনের এই পঞ্চায়েতে বিজেপি জয়ী হয় ১৬টি আসনে। সিপিএম ও কংগ্রেস ৫টি করে আসন পায়, এখানে তৃণমূল জয়ী হয় চারটি আসনে। সংখ্যাগরিষ্ঠ সদস্য থাকায় বিজেপি প্রধান হিসাবে সান্ত্বনা মণ্ডলের নাম প্রস্তাব করে। অভিযোগ সেখানেই কারচুপি করে তৃণমূলের বৈশাখী সরকারকে প্রধান করা হয়। এই নিয়েই হাইকোর্টে মামলা হয়। সম্প্রতি হাহকোর্ট এক মাসের মধ্যে সাগরপাড়া  গ্রাম পঞ্চায়েতে পুনরায় বোর্ড গঠনের নির্দেশ দেয়। সেই মতো এদিন পঞ্চায়েতে কড়া নিরাপত্তায় প্রধান গঠনের ভোটাভুটি হয়। সেখানেই ১৬-১৪ ব্যবধানে বিজেপির প্রধান পদপ্রার্থীকে হারিয়ে প্রধান হন তৃণমূলের বৈশাখী সরকার। তিনি বলেন, ” এই জয় সবার জয়। সবাই খুব খুশি। বিজেপির সমর্থনও রয়েছে। সমর্থনের কারণ কী ওরাই জানে।”

Sagarpara News  এই জয়ের পর উচ্ছ্বসিত তৃণমূল নেতৃত্ব।  পঞ্চায়েত অফিসের বাইরেই প্রধানকে ফুলের মালা পরিয়ে, আবির খেলে শুভেচ্ছা জানানো হয়।  জলঙ্গি উত্তর  ব্লক তৃণমূল সভাপতি  আমজাদ আলী খান বলেন, ” প্রমান হয়ে গেল যে  প্রধান নির্বাচন প্রক্রিয়া অবৈধ ছিল না, মানুষের সমর্থন ছিল। যারা বিরোধিতা করছে তাদের ব্যাপার। আগামী দিনে কেউ আসতে চাইলে আসতেই পারে।”

Sagarpara News  যদিও বিজেপির দাবি অর্থের প্রলোভনে  তৃণমূলকে সমর্থক করে দল বিরোধী কাজ করেছেন তিনজন। সেই কারনেই এই হার! বিজেপির পঞ্চায়েত সদস্য সান্ত্বনা মণ্ডল বলেন, ” আমার নাম প্রস্তাব করা হলেও মেজরিটি দেখাতে পারিনি। মনের অবস্থা ভালো নেই।  তিনজন বেড়িয়ে গেছে অর্থের লোভে।”

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now