Sagarpara News রাতের অন্ধকারে রহস্যজনক ভাবে ট্রাক্টরের অবাধ যাতায়াত। ধাওয়া করতেই পর্দাফাঁস। অবৈধভাবে মাটি কাটার অভিযোগ। রুখে দিল পুলিশ। মুর্শিদাবাদের সাগরপাড়া থানার অন্তর্গত আনন্দপল্লীর কাছে একটি সড়কে অভিযান চালিয়ে ৩ জন চালককে আটক করল সাগরপাড়া থানার পুলিশ। ধৃতদের নাম মোঃ রাসেল শেখ (১৯ বছর), গোলাম মাসুম ওরফে মাসুম (২৫ বছর), রমাকান্তপুরের বাসিন্দা শুভঙ্কর মণ্ডল ওরফে বাপি (৩১ বছর)। সকলেই সাগরপাড়ার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা যায়। বাজেয়াপ্ত করা হয়েছে ৬টি ট্রাক্টর। বভাকি তিন চালক পালিয়ে যায় বলেই সুত্রের খবর। ধৃতদের জিজ্ঞাসাবাদে তারা জানান যে তারা আশ্রমপাড়া গ্রামের একটি পুকুর ভরাটের জন্য চকচৈতন গ্রাম থেকে মাটি নিয়ে যাচ্ছিলেন। তবে, পুকুর ভরাট এবং মাটি খননের জন্য তারা কোনও উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে কোনও অনুমতি নেননি বলেই জানিয়েছেন।

Sagarpara News ধৃতদের জিজ্ঞাসাবাদে অসঙ্গতি পেয়ে সাগরপাড়া থানার ASI অনুপ কৃষ্ণ ঘোষ উপরোক্ত অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করেন এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি স্মারকলিপি জারি করেন বলেই পুলিশ সূত্রে জানা যায়। লিখিত অভিযোগের ভিত্তিতে সাগরপাড়া থানা মামলা নং 548/25 ১৫.০৬.২০২৫ তারিখে ৩০৩(২)/৩১৭(২) বিএনএস এবং ৪ দফা বি.এল.আর.ও. আইনের অধীনে কাজ শুরু করেছে। গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে। ধৃতদের হেফাজতে নিতে সোমবার বহরমপুরে কোর্টে পাঠায় সাগরপাড়া থানা।