এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Sagarpara News মাধ্যমিক পরীক্ষার্থীর নিথর দেহ উদ্ধারে ঘনাচ্ছে রহস্য

Published on: January 20, 2026
Sagarpara News

Sagarpara News  ফেব্রুয়ারির ২ তারিখ থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা। তার আগে বীভৎস ঘটনা ঘটে গেল মুর্শিদাবাদেসাগরপাড়ায়। রাতভর নিখোঁজ থাকার পর সর্ষের জমি থেকে উদ্ধার হল এক মাধ্যমিক পরীক্ষার্থীর রক্তাক্ত দেহ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল মঙ্গলবার সকালে। স্থানীয় সূত্রে জানা গেছে ওই কিশোরের বাড়ি থেকে প্রায় ২০০ মিটার দূরত্বে সর্ষের জমিতে  গলা কাটা অবস্থায় রক্তাক্ত দেহ দেখতে পান কয়েকজন।  এরপরেই ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয়রা। খবর শুনে ছুটে আসে কিশোরের বাড়ির লোকজন। জানা গেছে, মৃতের নাম সাহিন মন্ডল।  সীতানগর হাইস্কুলের ছাত্র ছিল সে। সাগরপাড়া থানার  অন্তর্গত খয়রামারি পঞ্চায়েতের পাঝরাপাড়া পশ্চিমপাড়া এলাকায় কিশোরের ভয়ঙ্কর পরিণতিতে অবাক স্থানীয়রা।

আরও পড়ুন- Nowda News এসআইআর ইস্যুতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ

Sagarpara News  কী এমন ঘটল যে এই পরিণতি হল কিশোরের?

হতবাক স্থানীয় বাসিন্দারা

 

Sagarpara News মৃতদেহের গলায় আঘাতের চিহ্ন, রক্তাক্ত দেহ দেখে খুন করা হয়েছে বলেই অনুমান পরিবারের।  মৃতের বাবা  রমজান মণ্ডল জানান, সোমবার সন্ধেয় বাড়ি থেকে বেরিয়েছিল ছেলে। বলেছিল ঘুরে এসে পড়তে বসবে।  পরীক্ষায় ভালো ফল করবে খুব আশা করেছিল। তারপর আর বাড়ি ফিরে আসে নি। ফোন ছিল না কাছে। কোন শত্রুতাও নেই। কে বা কারা এই ঘটনায় জড়িত পুলিশ তদন্ত করে বের করুক।

Sagarpara News শোকে পাথর কিশোরের পরিবার

শোকে কাতর পরিবার

 

Sagarpara News  ঘটনাস্থলে যায় সাগরপাড়া থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।  পরিবারের একমাত্র সন্তানকে হারিয়ে শোকে পাথর কিশোরের পরিবার।  ১৬ বছর বয়সে এমন পরিণতির নেপথ্যে কী? কী এমন ঘটেছিল যে এইভাবে প্রাণ কেড়ে নেওয়া হল? গোটা ঘটনায় ধোঁয়াশায় পরিবার। ইতিমধ্যেই স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now