Sagarpara News জমি বিবাদে তুলকালাম কাণ্ড, আহত একাধিক

Published By: Imagine Desk | Published On:

Sagarpara News জমি বিবাদকে ঘিরে তুলকালাম কাণ্ড সাগরপাড়া থানার অন্তর্গত শীতানগর এলাকায়। প্রতিবেশীর বিরুদ্ধে বাড়িতে ঢুকে হামলার অভিযোগ। আহত হয়েছেন একই পরিবারের বেশ কয়েকজন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাগরপাড়া থানার শীতানগর এলাকার বাসিন্দা মগর মণ্ডলের বাবার জমি কেনেন তারই প্রতিবেশী বাবলু মণ্ডল। এই জমি নিয়েই আগেও বিবাদ বেঁধেছিল দুই পরিবারের এমনটাই স্থানীয় সূত্রে জানা যায়।

অভিযোগ, মঙ্গলবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে বাবলু মণ্ডলের পরিবারের উপর হামলা চালায় মগর মন্ডল ও তার পরিবারের লোকজন। বাঁশ ও ধারাল অস্ত্র দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। এতেই আহত হন বাবলু মণ্ডলের পরিবারের বেশ কয়েকজন মহিলা। আহত হন এক নাবালক। আহতদের সাগরপাড়া প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের ডোমকল মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। শুধুই কি জমি বিবাদ নাকি এর পেছনে অন্য কোন কারণ আছে তা খতিয়ে দেখছে পুলিশ।