Sagarpara News: অবৈধভাবে মাটি কাটার অভিযোগে সাগরপাড়ায় গ্রেপ্তার পাঁচ জন। ঘটনায় বাজেয়াপ্ত করা হয়েছে দুটি ট্রাক্টর ও মাটি কাটার যন্ত্র। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে মাটি কাটার খবর পেয়ে বুধবার সকালে অভিযান চালায় পুলিশ। শিরোচর মাঠে অবৈধ ভাবে মাটির কাটার মেশিন দিয়ে মাটি কেটে ট্রাক্টরে করে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচ জনকে গ্রেপ্তার করে। সেখানে দুটি ট্রাক্টর, একটি মাটি কাটার যন্ত্র বাজেয়াপ্ত করা হয়।
আরও পড়ুনঃ Sagarpara News চা খেতে যাওয়ার পথে একি হল বৃদ্ধের ?
Sagarpara News: ধৃতদের দাবি, তারা মাটি কাটায় যুক্ত নয়। একজন বলে, আমি ভাটায় বসেছিলাম। ভাটা থেকে ধরে নিয়ে এসেছে। আমি আজকে মাটি কাটায় যুক্ত নই। একজন বলে, কেন গ্রেপ্তার করা হয়েছে আমাকে কেন জিজ্ঞাসা করা হচ্ছে?














