Sagarpara News খুশির ঈদে বিষাদের সুর। সর্বস্বান্ত পরিবার

Published By: Imagine Desk | Published On:

Sagarpara News ঈদের দিন দুপুরে হুলুস্থুল কাণ্ড। ঘর ছেড়ে বাইরে এলেন পাড়ার মানুষ। কালো ধোঁয়ায় ঢেকে গেল আকাশ।
মুর্শিদাবাদেসাগরপাড়া থানার অন্তর্গত সাহেবনগরে ঘটে গেল এই ঘটনা। ভরদুপুরে বিশৃঙ্খল পরিস্থিতি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগুনে পুড়ে ছারখার আস্ত একটি বাড়ি। খুশির ঈদে মুহূর্তের মধ্য নেমে আসে বিষাদের সুর।

Sagarpara News  কীভাবে লাগল আগুন?

Sagarpara News  জানা গিয়েছে, ঈদ উপলক্ষে স্থানীয় কয়েকজন কিশোর চকলেট বোমা ফাটায়। সেই বাজির আগুনের ফুলকি গিয়ে পড়ে বাড়িটিতে। সঙ্গে সঙ্গে সেই আগুন বিধ্বংসী আকার নেয়। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। বাড়ির লোকজন কোনরকমে প্রাণ হাতে বাড়ি থেকে বেড়িয়ে রক্ষা পান। চোখে সামনে পুড়ে ছাই হয়ে যায় সর্বস্ব। 

Sagarpara News পাড়া প্রতিবেশীরা ছুটে এসে আপ্রান চেষ্টা করেন আগুন নেভানোর। বেশ কিছুক্ষন পর আগুন নিভে গেলেও ধুলিস্যাত হয়ে যায় বাড়িটি। সর্বস্ব হারিয়ে মাথায় হাত ক্ষতিগ্রস্ত পরিবারের। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সাগরপাড়া থানার পুলিশ। অন্যদিকে নিষিদ্ধ বাজি বিক্রি নিয়েও প্রশ্ন তোলেন স্থানীয়রা। প্রশাসনের কড়া নজরের দাবি ওঠে।