SAGARPARA NEWS জিরো পয়েন্টে নয়, তা থেকে প্রায় ৫০০ মিটার ভেতরে গ্রামের মধ্যে দেওয়া হচ্ছে কাঁটাতারের বেড়া। এই অভিযোগেই ভারত বাংলাদেশ সীমান্তের সাগরপাড়ার চরমথুরা গ্রামে বেড়া দেওয়ার কাজ বন্ধ করে দিলেন স্থানীয়রা। বিএসএফের পক্ষ থেকে সীমান্ত এলাকায় শুরু হয়েছে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ। ইতিমধ্যেই সাগরপাড়ার সিং পাড়া, জামালপুরের কিছু অংশে বেড়া দেওয়ার কাজ শেষ হয়েছে। সাগরপাড়ার চরমথুরা গ্রামে বেড়া দেওয়ার কাজ হতেই রবিবার সকালে গ্রামবাসীরা একত্রিত হয়ে বেড়া দেওয়ার কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান।
SAGARPARA NEWS গ্রামবাসীদের দাবি জিরো পয়েন্টে বেড়া না দিয়ে সেখান থেকে কয়েকশো মিটার ভেতরে তা দেওয়া হচ্ছে। বেড়া দেওয়া হলে কৃষি জমিতে চাষ করতে সমস্যা হবে।

SAGARPARA NEWS গ্রামবাসীদের বাঁধায় কাঁটাতারের কাজ বন্ধ হয়ে যায় এদিন। এদিন ঘটনাস্থলে পৌঁছায় সাগরপাড়া থানার পুলিশ প্রশাসন এবং বিএসএফ ব্যাটালিয়নের আধিকারিকরা। কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সাথে। যদিও এনিয়ে পঞ্চায়েত প্রধানের দাবি, বিএসএফ আধিকারিকের সাথে প্রশাসনিক স্তরে কথা বলা হচ্ছে।















