Sagarpara News নাবালিকা বিয়ের অপরাধে হাজতে স্কুল শিক্ষক

Published By: Imagine Desk | Published On:

Sagarpara News  নাবালিকা বিয়ে রোধে ‘জিরো টলারেন্স’।  খবর পাওয়া মাত্রই অ্যাকশন।  সামনে এল চূড়ান্ত অসচেতনতা। মঙ্গলবার মুর্শিদাবাদের সাগরপাড়া থানায় নাবালিকা বিয়ের  অভিযোগ করেন স্বেচ্ছা সেবী সংগঠন চাইল্ড ইন নিড ইনস্টিটিউট (CINI)-এর এক সদস্য। লিখিতভাবে জানানো হয় যে, খৈরামারি ঠাকুরপাড়া গ্রামে একটি নাবালিকা বিয়ের তথ্য তারা পেয়েছেন।  সাগরপাড়া থানার তরফে জানানো হয়,   সাগরপাড়ার খৈরামারির বাসিন্দা বিহারের কাটিহার জেলার পাহাড়পুর স্কুলের স্থায়ী শিক্ষক সাহাবুল ইসলামের সাথে এক নাবালিকা (জন্মতারিখ ৩০.০৫.২০০৮)-র মধ্যে বিবাহ সংগঠিত হয়েছে, যা অন্যান্য অভিযুক্ত ব্যক্তিদের সহযোগিতায় ঘটেছে বলে অভিযোগ পাওয়া যায়। এই লিখিত অভিযোগের ভিত্তিতে সাগরপাড়া থানায় মামলা নং ৬২১/২০২৫, তারিখ ০৮.০৭.২০২৫, ধারা ৯/১০/১১ – শিশুবিবাহ নিষিদ্ধকরণ আইন, ২০০৬ অনুযায়ী রুজু করা হয়েছে।

Sagarpara News তদন্ত চলাকালীন তদন্তকারী অফিসার অভিযুক্ত সাহাবুল ইসলামের একচ্ছত্র হেফাজত থেকে নাবালিকা ভিকটিম কিশোরীকে উদ্ধার করেন এবং সাহাবুল ইসলামকে গ্রেফতার করেন। অন্যান্য এফআইআরে নাম উল্লিখিত অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত নাবালিকাকে কাউন্সেলিং-এর জন্য চাইল্ড ওয়েলফেয়ার কমিটির (CWC) কাছে প্রেরণ করা হবে এবং  অভিযুক্তকে বহরমপুরের মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (CJM) আদালতে পেশ করা হবে বলেই পুলিশ সূত্রে জানা গেছে।

Sagarpara News কান্দি থেকে জলঙ্গি, সাগরপাড়া থেকে হরিহরপাড়া- নাবালিকা বিয়ে রুখতে কড়া হাতে ময়দানে নেমেছে মুর্শিদাবাদ জেলা পুলিশ। কখনো রাতের অন্ধকারে অভিযান। কখনো সোজা বিয়ের আসর। বিয়ের মণ্ডপ থেকে বর, বরের বাবাকে হাতেনাতে ধরা। চলতি বছরের ১ লা মে থেকে ৭ ই জুলাই- বাল্য বিবাহ রোধে ধারাবাহিকভাবে বিশেষ পদক্ষেপ নিয়েছে মুর্শিদাবাদ পুলিশ জেলা। মুর্শিদাবাদ জেলায় বাল্য বিবাহ রুখতে জেলা পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে। জেলা জুড়ে পুলিশ প্রশাসন বাল্য বিবাহ বন্ধ করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এর মধ্যে সচেতনতামূলক প্রচার, স্থানীয় এনজিও-র সাথে সহযোগিতা এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অন্যতম। এই দু মাসের অভিযানে ৫৮ টি কেস নথিভুক্ত হয়েছে। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নাবালিকা বিয়ের সাথে যুক্ত থাকার অপরাধে গ্রেপ্তার করা হয়েছে ৯৩ জনকে।