Sagarpara News আক্রান্ত তৃণমূল অঞ্চল সভাপতি! মাঝ রাস্তায় বাইক আটকে হামলার অভিযোগ

Published By: Imagine Desk | Published On:

Sagarpara News   তৃণমূল অঞ্চল সভাপতিকে খুনের চেষ্টার অভিযোগ। ঘটনাকে ঘিরে শোরগোল মুর্শিদাবাদেসাগরপাড়ায়। অভিযোগ, রাতের অন্ধকারে বাড়ি ফেরার পথে ধারাল অস্ত্র নিয়ে হামলার অভিযোগ দুষ্কৃতিদের বিরুদ্ধে। জানা গিয়েছে, সোমবার রাতে বাইকে করে একাই বাড়ি ফিরছিলেন সাগরপাড়ার দেবীপুর অঞ্চল তৃণমূল সভাপতি বাবলু মণ্ডল। তখনই তার ওপর অতর্কিতে হামলা চালানো হয় বলে অভিযোগ।

আহত অঞ্চল তৃণমূল সভাপতি বাবলু মণ্ডল

 

Sagarpara News কেন টার্গেট অঞ্চল সভাপতি?  স্থানীয় সূত্রে জানা গেছে, পাড়ারই এক যুবকের সঙ্গে টাকা পয়সার লেনদেন ছিল বাবলু মণ্ডলের।  তা নিয়েই ঝামেলার জেরে হামলা বলে প্রাথমিক ভাবে মনে করা হয়। আহত অঞ্চল তৃণমূল সভাপতি বাবলু মণ্ডল জানান,  বাড়ি ফেরার সময় পোল্লাগাড়ি এলাকায় কয়েকজন দুষ্কৃতি তাঁর পথ আটকায়। বাইক থামাতেই ধারাল অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। কোনক্রমে ঘটনাস্থল থেকে পালিয়ে প্রাণে বাঁচেন তিনি। এই হামলার পেছনে সরাসরি স্থানীয় এক যুবকের বিরুদ্ধে অভিযোগ করেন বাবলু মণ্ডল। জানান, প্রাণে মারতেই ধারাল অস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। কোপ মারার সময়ে মুখ দেখে চিনতে পারেন রমেন মণ্ডলকে।  স্থানীয় লোকজন ছুটে এসে উদ্ধার করে থানায় নিয়ে আসে। সেখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে কলকাতায় স্থানান্তর করা হয়েছে চিকিৎসার জন্য।

Sagarpara News  হামলার ঘটনায় সোমবার রাতেই দুজনকে গ্রেপ্তার করেছে সাগরপাড়া থানার পুলিশ।  সাগরপাড়া থানার পুলিশ সূত্রে জানানো হয়, ২৩.০৬.২০২৫ রাতে, সাগরপাড়া থানার আওতাধীন বামনবাদ পোল্লাগড়ি মোড়ের কাছে একটি হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী, বিদুভূষণ মণ্ডলের ছেলে এবং দেবীপুর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি (টিএমসি) বাবলু মণ্ডল, বাড়ি ফেরার পথে একদল ব্যক্তির দ্বারা আক্রান্ত হন। একটি নির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। পুলিশ দ্রুত পদক্ষেপ নেওয়ার ফলে দুজনকে গ্রেপ্তার করেছে।  ধৃতরা হলেন রমেন মণ্ডল, অরুণ মণ্ডল। উভয়ই সাগরপাড়ার পোল্লাগড়ির বাসিন্দা। আরও তদন্তে জানা গেছে যে আক্রান্ত বাবলু মণ্ডল এবং রমেন মণ্ডলের মধ্যে পূর্বের আর্থিক বিরোধ ছিল, যা আক্রমণের কারণ হতে পারে। এলাকার পরিস্থিতি এখনও শান্ত রয়েছে।