Sagarpara migrant worker missing কেরালা থেকে ফেরার পথে নিখোঁজ সাগরপাড়ার পরিযায়ী শ্রমিক, উৎকণ্ঠায় পরিবার

Published By: Imagine Desk | Published On:

Sagarpara migrant worker missing ভিন রাজ্যে কাজে গিয়ে নিখোঁজ পরিযায়ী শ্রমিক?  বাড়ি ফেরার পথে নিখোঁজ ছেলে! ছেলেকে না পেয়ে একাই বাড়ি ফিরলেন বাবা। বাড়ি ফেরার পথে ছেলের নিখোঁজ হওয়ার ঘটনায় উৎকন্ঠায় সাগরপাড়ার লালকূপ কলোনির পরিযায়ী শ্রমিকের পরিবার। পরিবার সূত্রে জানা গিয়েছে, পাঁচ মাস আগে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী সাগরপাড়ার লালকূপ কলোনির বাসিন্দা আমিনুল সেখ ও তাঁর ছেলে নাহিদ শেখ ভিন রাজ্যে যান কাজে। পরিবারের দাবী, কিছুদিন থেকেই মানসিক সমস্যা দেখা দেয় ছেলে নাহিদ শেখের। সিদ্ধান্ত নেন বাড়ি ফিরে আসার। সেই মতো গত ২৭ অক্টোবর ট্রেনে চেপে বাড়ির উদ্দেশ্যে কেরালা থেকে রওনা দিয়েছিলেন বাবা ও ছেলে। আমিনুল সেখ জানান, ওড়িশার কটক স্টেশনে তিনি দেখেন ছেলে ট্রেনে নেই। অনেক খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পাননি। আমিনুল সেখ আরও বলেন, বছর দেড়েক থেকেই মানসিক সমস্যায় ভুগছিল ছেলে। ছেলেকে খুঁজে না পেয়ে শুক্রবার একাই বাড়ি ফেরেন আমিনুল সেখ। কান্নায় ভেঙে পড়েছেন সকলেই। স্ত্রী, এক সন্তানও আছে নাহিদ শেখের। স্বামীর নিখোঁজ হওয়ার ঘটনায় উৎকণ্ঠায় স্ত্রী। স্ত্রী সুমি খাতুন জানান, ফোনে কথাবার্তাও হত। গত সোমবারও কথা হয়। স্বামীকে বাড়ি ফিরুক সেই আশাই আছি। মানসিক ভাবে ভারসাম্যহীন হওয়ায় কি ট্রেন থেকে নিখোঁজ পরিযায়ী শ্রমিক? নাকি অন্য কোন কারণ রয়েছে? প্রশাসনিক হস্তক্ষেপ চাইছে শ্রমিকের পরিবার। কান্নায় ভেঙে পড়েছেন আত্মীয়রা। এলাকাবাসীরাও উৎকণ্ঠার প্রহর গুনছেন।