Sagarpara Incident শীতের গভীর রাতে বাইক রেস! বাইকের গতির খেলায় ঘটে গেল মর্মান্তিক পরিণতি। মাত্র ২২ বছরেই থেমে গেল জীবনের গতি! মুর্শিদাবাদের সাগরপাড়া থানার অন্তর্গত কাজীপাড়া এলাকায় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা Tragic Bike Accident। কাজীপাড়া ফাঁড়ির সামনে বেপরোয়া বাইকের গতি কেড়ে নিল তরতাজা যুবকের প্রাণ। গুরুতর আহত বাইকে থাকা আরও এক যুবক।
Sagarpara Incident মৃতের নাম হাসিবুল সেখ, আহত হয়েছেন নুর সেলিম নামে এক যুবক। দুজনেই সাগরপাড়ার সাহেবনগর রায়পাড়ার বাসিন্দা। দুর্ঘটনার খবর গ্রামে আসতেই কান্নায় ভেঙে পড়েন আত্মীয় সজনেরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে একই বাইকে দুই বন্ধু ঘুরতে বেরোয়। কাজীপাড়া পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় দ্রুত গতির বাইক নিয়ন্ত্রন হারিয়ে ধাক্কা দেয় রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে। বাইক থেকে ছিটকে যায় দুজনেই। মাথায় ছিল না হেলমেট। দুজনকেই স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সেখানেই হাসিবুল সেখকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন নুর সেলিম।
Sagarpara Incident মৃতের এক আত্মীয় মিনারুল সেখ জানান, “গভীর রাতে দুর্ঘটনা ঘটে, ভোরে জানতে পারি। নিয়ন্ত্রণ হারিয়েই দুর্ঘটনা ঘটে বলেই জানা যায়। অত্যন্ত দুঃখজনক ঘটনা। আপনজনকে অকালে হারিয়ে শোকস্তব্ধ পরিবার।”
Sagarpara Incident স্থানীয় বাসিন্দারা বলছেন, রাতের অন্ধকারে বেপরোয়া বাইকের গতি ছুটছে এলাকায়। অনেকেই প্রাণ হারাচ্ছে অকালেই। চূড়ান্ত গাফিলতির মাশুল দিতে হচ্ছে এভাবে। উৎকণ্ঠায় স্থানীয় মানুষজন, পথচারিরা। পুলিশ প্রশাসন এই ব্যাপারে আরও সজাগ হোক, রাতের রাস্তায় পুলিশের নজরদারি বজায় থাকুক। সচেতন করা হোক এলাকার তরুণ, যুবদের।