Sagarpara Incident Sagarpara সম্প্রতি বোমা উদ্ধারে একের পর এক অভিযান চালায় মুর্শিদাবাদ (Murshidabad) জেলার পুলিস। বিধানসভা ভোটের আগে এই ড্রাইভ চলছে। তারই মধ্যে এবার
বোমা বাঁধতে গিয়ে উড়ল হাত? সাগরপাড়া থানার (Sagarpara PS) চরকাকমারির বাসিন্দা নাজমূল সেখ হাতে গুরুতর জখম হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে আপাতত সে বিপন্মুক্ত।
সূত্রের খবর, বোমা বাঁধতে গিয়ে ঘটে বিস্ফোরণ। সেই বিস্ফোরণেই হাত গুরুতর আঘাত পায় নাজমুল সেখ। আগেও অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে ওই ব্যক্তির বিরুদ্ধে। আহত অবস্থায় নাজমুলকে বহরমপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
Sagarpara Incident Sagarpara কীভাবে এই ঘটনা ঘটল তদন্তে পুলিশ। এস আই আর প্রক্রিয়া নিয়ে সরগরম রাজনীতি। তার মধ্যে এই বোমা বাঁধার ঘটনা সামনে আসায় চাঞ্চল্য ছড়ায়।
আরও পড়ুনঃ Murshidabad Voter List 2026 SIR ডাউনলোড করুন মুর্শিদাবাদের সব বিধানসভার SIR -এর ভোটার তালিকা
Sagarpara Incident Sagarpara বিরোধীরা অভিযোগ করছিল, দেখানোর জন্যে হচ্ছে এই অভিযান। হঠাৎ করে এত বোমা কোথা থেকে এল? রাস্তায় কাল্ভারটের নীচে থেকে বোমা উদ্ধার হচ্ছে। কখনও ঝোপ থেকে, কখনও ড্রোন উড়িয়ে বোমা উদ্ধার করতে দেখা গিয়েছে।















