Sagarpara Incident শুক্রবার সাত সকালে তুলকালাম কাণ্ড সাগরপাড়ায়। হল ভাঙচুর, যুবককে হাঁসুয়ার কোপ! চাঞ্চল্য ছড়ায় সাগরপাড়ার ধনিরামপুর কান্দিপাড়া এলাকায়। গুরুতর আহত অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রবিউল সেখ নামে ঐ যুবক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ধনিরামপুর- কান্দিপাড়া এলাকায় রবিউল সেখ তাঁর মায়ের ঘর ঘেরার কাজ করছিল। সেই সময় শরীকি আত্মীয়রা ধারাল অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায় এবং বাড়িতে লুঠপাট চালায় বলে অভিযোগ। ধারাল অস্ত্রের কোপে গুরুতর আহত হয় রবিউল। প্রথমে সাগরপাড়া উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, অবস্থার অবনতি হওয়ায় বহরমপুরে স্থানান্তরিত করা হয়।
Sagarpara Incident আহতের মা সাহিনা বিবি বলেন, ” শ্বশুর বাড়ি জায়গা। শীতের হাত থেকে বাঁচতে ঘর ঘিরতে গেলেই দলবল নিয়ে এই হামলা চালায় আত্মীয়রা। শাস্তি চাই দোষীদের”।
Sagarpara Incident ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে সাগরপাড়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে। যদিও ঘটনার পর থেকেই গা ঢাকা দেয় অভিযুক্তরা। জমি বিবাদ নাকি অন্য কোন কারণ? তা খতিয়ে দেখছে পুলিশ।