Sagarpara Case গভীর রাতে বিকট শব্দে কেঁপে উঠল সাগরপাড়ার

Published By: Imagine Desk | Published On:

Sagarpara Case ভোর রাতে বিকট শব্দে কেঁপে উঠল এলাকা। বাড়িতে বিস্ফোরণে চাঞ্চল্য ছড়াল সাগরপাড়া থানার নটিয়াল ঘোষপাড়া এলাকায় । জানা গিয়েছে এদিন ভোর রাতে বাড়িতে বিস্ফোরণ ঘটে। ঘরে কেউ না থাকায় হতাহতের খবর নেই। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। যে বাড়িতে বিস্ফোরণ হয় সেই পরিবারের সদস্য পাইলট সেখ মাছ মারাকে কেন্দ্র করে বছর দুয়েক আগে খুন হন। এই বোমা বিস্ফোরণে আতঙ্কিত পরিবারের সদস্যরা। পরিবারের সদস্যদের দাবি বাইরে থেকে বোমা ছোড়া হয়েছে।

Sagarpara Caseযদিও পুলিশের প্রাথমিক অনুমান মজুত বোমা থেকেই বিস্ফোরণ। কিভাবে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। বাড়িতে মজুত বোমা বিস্ফোরণ নাকি বাইরে থেকে বোমা ছোঁড়া হয়েছে তাঁর তদন্তে নেমেছে পুলিশ। এই ঘটনায় ঐ পরিবারেই এক সদস্যকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।