Sagarpara Bus ,মুর্শিদাবাদের সাগরপাড়ায় রীতিমতো বাস থামিয়ে বাসে চড়াও হল এক যুবক। সোমবার সন্ধ্যায় এই অভিযোগ উঠে এসেছে সাগরপাড়া থানার Sagarpara Police Station দেবীপুর মোড় এলাকার ঘটনায় । বাস চালক, কন্ডাক্টারের দাবি, ওই যুবক মদ্যপ ছিল। ভর সন্ধ্যায় বাস চালককে মেরে গাড়ি ভাঙচুর করে সে । ঘটনার পর ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ।
Sagarpara Bus ঠিক কী ঘটেছিল ?
Sagarpara Bus সোমবার সন্ধ্যায় সাগরপাড়া বাস স্ট্যান্ড থেকে একটি বেসরকারি বাস বহরমপুরের Berhampore উদ্দেশ্যে রওনা দেয়। সেই সময় পেছন দিক থেকে এক যুবক বাইক চালিয়ে আসছিল। বাইক নিয়ে বাসকে পাশ কাটানোর সময় সাইড দেওয়া নিয়ে বাস চালকের সঙ্গে বিতন্ডা বাঁধে। অভিযোগ, এরপর দেবীপুর মোড় এলাকায় বাসের সামনে হঠাৎ বাইক দাঁড় করায় ওই যুবক । এরপর বাস দাঁড় করিয়ে কন্ডাক্টারের সঙ্গে তর্ক বিতর্ক শুরু হয়। বাস চালককে মারধর করা হয় বলে অভিযোগ।
Sagarpara Bus ইট দিয়ে বাসের সামনের কাঁচ ভেঙে দেওয়া হয়। তাতে এক যাত্রীও আহত হয় বলে অভিযোগ। এরপর ওই রুটের চালকেরা একজোট হয়ে পথ অবরোধ শুরু করে। ফলে সেখপাড়া-সাগরপাড়া রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাগরপাড়া থানার পুলিশ। প্রায় ঘন্টাখানেক অবরোধ চলার পর পুলিশ অবরোধকারীদের বুঝিয়ে অবরোধ তুলে দেয়। ঘটনার পর অভিযুক্ত যুবকের নামে সাগরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।