এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Sagarpara Bike সাগরপাড়ায় বাইকের রাস্তায় কুকুর !  মর্মান্তিক পরিণতি তরতাজা যুবকের

Published on: December 14, 2024
Sagarpara Bike

Sagarpara Bike সাগরপাড়ায় শীতের রাতে হেলমেট ছাড়াই  বাইক চালাতে গিয়ে  মর্মান্তিক পরিণতি হল  এক যুবকের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও এক যুবক। জানা গিয়েছে সাগরপাড়ার হরেকৃষ্ণপুর এলাকার বাসিন্দা ইব্রাহিম মন্ডলের বোনের বাচ্চা হয়েছে ডোমকল হাসপাতালে Domkal Super Speciality Hospital ।  সেই খবর পেয়েই শুক্রবার রাত ৯টা নাগাদ বাড়ি থেকে ইব্রাহিম তার এক পরিচিত বন্ধুকে নিয়ে বাইকে হাসপাতালে যাওয়ার উদ্যেশ্যে রওনা দেন ।

Sagarpara Bike রাস্তায় কুকুর আসতেই বিপত্তি

Sagarpara Bike  পথে খয়রামারী হালদারপাড়া এলাকায় রাস্তায় শুয়ে থাকা কুকুরের সাথে বাইকের ধাক্কা লাগে এবং নিয়ন্ত্রন হারিয়ে বাইক রাস্তার পাশে পাঁচিলে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় দুজনকেই স্থানীয়রা ডোমকল হাসপাতালে পাঠায়। অবস্থার অবনতি হওয়ায় দুজনকেই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে Murshidabad Medical College Hospital স্থানান্তরিত করা হলে ইব্রাহিম সেখের মৃত্যু হয়।  এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। দুজনের কারও মাথায় হেলমেট ছিল না।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now