এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Sagarpara Accident: সাগরপাড়ায় বেপরোয়া গতির বলি যুবক

Published on: June 20, 2024
Sagarpara Accident death today news

Sagarpara Accident সাগরপাড়ায় দ্রুত গতিতে বাইকের ধাক্কা টোটোয়। মৃত্যু হল বাইক চালক যুবকের। বুধবার সন্ধ্যায় দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়ায় সাগরপাড়া থানার ধনিরামপুর বাজার এলাকায়। জানা গিয়েছে সাগরপাড়া থানার সাহেবনগর বিশ্বাসপাড়া এলাকায় তিন যুবক বামনাবাদে পদ্মায় ঘুরতে গিয়েছিল। বাইকে ফেরার পথে ধনিরামপুর বাজার এলাকায় নিয়ন্ত্রন হাড়িয়ে টোটোয় ধাক্কা মারে। রাস্তায় ছিটকে পরে বাইক চালক ইজাজ সেখ। মার মাথায় গুরুতর চোট লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাগরপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
বাইট- মৃতের বাবা

দ্রুত গতিতে বাইক চালানোয় দুর্ঘটনা বলে দাবি স্থানীয়দের। স্থানীয় বাসিন্দাদের দাবি ‘ছেলেটি দ্রুত গতিতেই আসছিল। সামনে হটাৎ টোটো চলে আসায় সে সামলাতে পারেনি। এই কারণে ধাক্কা লাগে। মাথায় হেলমেট না থাকায় এত বড় দুর্ঘটনা ঘটে গেল’। পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now