Sagardighi সভাপতির বিরুদ্ধে থানায় কর্মাধ্যক্ষ! ফের প্রকাশ্যে TMC কোন্দল

Published By: Imagine Desk | Published On:

Sagardighi  মুর্শিদাবাদের সাগরদীঘি পঞ্চায়েত সমিতিতে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল । তৃণমূল পরিচালিত সাগরদীঘি পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করলেন দলেরই এক আদিবাসী মহিলা কর্মাধ্যক্ষ। অভিযোগ, সাগরদীঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মসিউর রহমান ঐ পঞ্চায়েত সমিতির শিশু ও নারী কল্যাণ কর্মাধ্যক্ষ ফুলন সর্দার ও তাঁর স্বামীকে জাত তুলে প্রকাশ্যে অপমান করেছেন। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সাগরদীঘি ব্লক অফিসের সামনে বিক্ষোভে সামিল হলেন আদিবাসী মানুষজন।  রাস্তায় বসে, হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিয়ে ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। শাস্তির দাবী ওঠে।

Sagardighi  সাগরদীঘি পঞ্চায়েত সমিতির শিশু ও নারী কল্যাণ কর্মাধ্যক্ষ ফুলন সর্দার বলেন, ‘পঞ্চায়েত সমিতির সভাপতি মসিউর রহমান বাসস্ট্যান্ডে চায়ের দোকানে আমার স্বামীকে অপমান করেন, সাঁওতাল বলে গালাগালি করেন। ২৫ তারিখ মিটিং ছিল। মিটিং শেষ করার পর সভাপতি সাহেবকে আমি জিজ্ঞেস করেছি যে কেন  গালিগালাজ করেছেন আমার স্বামীকে? সভাপতি তখন বলেন, “ছোট জাত, নিচু জাত। কিছু বুঝিস না, হটাও, বেড়িয়ে যাও।”  আমি একজন কর্মাধ্যক্ষ, জনপ্রতিনিধি। তারপরেও আমাকে গালিগালাজ করেন। কোন ঝামেলা নেই, কিছুই নেই। সভাপতির শাস্তি চাই। ‘

Sagardighi ফুলন সর্দারের স্বামী অমিত সর্দার বলেন, ঘটনা ঘটেছিল ২৪ তারিখে। সাগরদীঘি বাসস্ট্যান্ডে একটা চায়ের দোকান আছে। ওখানে লোকজন বসে আড্ডা দেয়। প্রচুর লোকজন ছিল, সভাপতি ছিল, জেলা পরিষদের মেম্বার ছিল। আড্ডা দিতে দিতেই  মসিউর রহমান বলেন “অমিত সর্দার সাঁওতাল, ছোটলোক, ছোট জাত।  ওদেরকে নিয়ে চলছিস তোরা? ওদেরকে নিয়ে আমরা কোনদিন চলব না। ”  মসিউর রহমানকে উদ্দ্যেশ্য করে  অমিত সর্দার আরও বলেন,  সাঁওতাল , ছোট জাত না থাকলে কোনদিন ভোটে পাস করতে পারত? আমার স্ত্রী ফুলন সর্দার শিশু ও নারী কল্যাণ দফতরের কর্মাধ্যক্ষ।  সে আজকে ভোট দিয়েছে বলে গদিটা দেখতে পাচ্ছে। আমাদের কি কোন মান সম্মান নেই? মসিউর রহমানকে আমরা দেখিয়ে দিতে চাই যে আদিবাসী সম্প্রদায়ের মানুষ , জনগণ আছে কি না আছে। শাস্তি তোমাকে পেতেই হবে। তৃণমূলের নেতা, মেম্বার থেকে আদিবাসী সম্প্রদায় সবাইকে জানানো হয়েছে। যদি সুরাহা না হয় তাহলে বড় মিছিল কলকাতার রাজপথে করে দেখিয়ে দেব। তৃণমূল দলের হলেও মসিউর রহমান জাত তুলে , ছোট জাত, নিচু জাত এগুলো বলেছে। টাকার গরম হয়ে গেছে। টাকার গরম যতদিন না কমবে ছোট জাত নিয়ে চলতে পারবে না। জাতি তুলে কেন কথা বলবে? ‘

Sagardighi  এই ঘটনায় ভারতীয় সংবিধানের ট্রাইবাল অ্যাক্ট ১৯৮৯ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আর্জি কর্মাধ্যক্ষর। অভিযুক্তের বিরুদ্ধে এসসি অ্যান্ড এসটি অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে দায়ের হয়েছে এফআইআর। সাগরদীঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মসিউর রহমান  যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘ কর্মাধ্যক্ষের সামনে কোনরকম কথা হয়নি। আমাদের যখন ২৫ তারিখ মিটিং হয় উনি আমাকে বলেছিলেন যে আপনি আমাদেরকে আদিবাসী বা সাঁওতাল বলে কথা বলেছেন। আমি তখনই বলি যে এরকম ধরনের কথা হয়নি। উনি তখন বলেন আমাদের কাছে প্রমাণ আছে।  আমিও শুনেছি উনি নাকি থানায় অভিযোগ করেছেন। আমি এরকম ধরনের কথা বলতে পারিনা।  কোন সম্প্রদায়ের ক্ষেত্রে। কোন মানুষের ক্ষেত্রে। সমস্ত ধর্মের মানুষকে নিয়ে আমরা চলি। ছোট, বড় বিচার আমাদের মধ্যে নেই। আমার বিরুদ্ধে যদি কেউ অভিযোগ করে থাকে সেই অভিযোগ মিথ্যা। এটা চক্রান্ত। যারা এই কাজ করছে তারা কোন দলের হয়না। এটা নোংরামো হচ্ছে। যারা করছে ভবিষ্যতে নিজের ক্ষতি করছে। সাগরদীঘির উন্নয়ন যেটা করছি, সেটা হয়তো অনেকের পছন্দ হচ্ছে না। ‘