Sagardighi Road আগে রাস্তা পড়ে ভোট ! মিছিল সাগরদিঘিতে

Published By: Imagine Desk | Published On:

Sagardighi Road আগে রাস্তা পড়ে ভোট। এই স্লোগান  দিয়ে  মিছিল করে পথে নামলেন সাগরদিঘি থানার Sagardighi Police Station কাবিলপুরের বাসিন্দারা । স্থানীয়দের দাবি,  দীর্ঘদিন বালিয়া মোড় থেকে টিকটিকি পাড়া অবধি  ৯ কিলোমিটার রাস্তা বেহাল। বারবার প্রশাসনের দরবারে আবেদন করেও সমস্যার সমাধান হয়নি। এর আগে সাংসদ খলিলুর রহমানকে  Khalilur Rahaman  আটকে বিক্ষোভ দেখান এলাকার মানুষজন।

Sagardighi Road সাংসদ আশ্বাস দিয়েছিলেন । আরও পড়ুনঃ

Sagardighi Road: জলে নামল সাংসদের গাড়িও ! কী প্রতিশ্রুতি ?

রাস্তা সংস্কারের  আশ্বাস দিয়েছিলেন স্থানীয়  বিধায়ক বাইরন বিশ্বাসও ।  কিন্তু  প্রতিশ্রুতি কেউ রাখেননি। ফের বৃষ্টিতে  জলমগ্ন রাস্তা। বুধবার সকালে পথে নামলেন এলাকার মানুষজন। দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা।

Sagardighi Road   গ্রামবাসীদের দাবি কাবিলপুর পঞ্চায়েতের বালিয়া মোড় থেকে টিকটিকি পাড়া পর্যন্ত ৯ কিলোমিটার রাস্তার অবস্থা বেহাল। পিচের প্রলেপ উঠে কঙ্কালসার অবস্থা। বারংবার প্রশাসনকে জানিয়ে রাস্তার হাল ফেরেনি। রাস্তা খারাপ থাকাত ঘটছে দুর্ঘটনাও।