এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Sagardighi Politics প্রধানকে সভাপতির চড় ! অভিযোগ সাগরদিঘীতে

Published on: March 4, 2025
Sagardighi Politics

Sagardighi Politics মুর্শিদাবাদের সাগরদিঘীতে পঞ্চায়েত প্রধানকে চড় মারার অভিযোগ পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই  সাগরদীঘিতে এই কান্ড বলে খবর । তৃণমূল কংগ্রেস Trinamool Congress   পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধানকে মারধরের অভিযোগ উঠেছে  সাগরদীঘি পঞ্চায়েতে সমিতির Sagardighi Panchyet Samiti  সভাপতি মসিউর রহমানের বিরুদ্ধে। হাসপাতালে ভর্তি করা হয়েছে  মানিগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান আলিয়ারা বিবিকে ।

Sagardighi Politics এই নিয়ে শুরু রাজনৈতিক তরজাও।

Sagardighi Politics  তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে  ২০২৫-২০২৬ অর্থবর্ষের বাজেট অধিবেশনের মিটিং পাঁচ বার বাতিল হয়ে যায়। এদিন সেই অর্থ বর্ষের মিটিং পাশ  করতে উপস্থিত হতে হয় জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান ও সাগরদীঘির বিধায়ক বায়রন বিশ্বাস  ।

Sagardighi Politics  সাংসদ ও বিধায়ক উপস্থিত হওয়া নিয়েই  গ্রাম পঞ্চায়েত অফিসে মহিলা প্রধানের সঙ্গে বচসা বাধে সাগরদীঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মসিউর রহমানের। তখনই মহিলা প্রধান আলিয়ারা বিবিকে ঘরে ভরে মারধর করে মসিউর রহমান বলে অভিযোগ। ঘটনায় সাগরদীঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করে প্রধান। যদিও ঘটনা নিয়ে কোন প্রতিক্রিয়া দিতে চাননি সাগরদীঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মসিউর রহমান ।

 

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now