Sagardighi আরও শক্তিশালী সাগরদিঘী PDCL
Sagardighi এবার আরও শক্তিশালী মুর্শিদাবাদের সাগরদীঘি (Sagardighi) তাপবিদ্যুৎ কেন্দ্র। আজ, বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর কলকাতায় ধনধান্য অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিজনেস এন্ড ইন্ডাস্ট্রি কনক্লেভে সাগরদীঘি তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬৬০ মেগাওয়াটের সুপারক্রিটিকাল থার্মাল ইউনিটের ভারচূয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

আরও পড়ুনঃ MGNREGA Protest: একশো দিনঃ প্রতিবাদে মুর্শিদাবাদের সাংসদরা
Sagardighi বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান বলেন, জেলাবাসীর পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই সাগরদিঘিতে সুপার ক্রিটিক্যাল ইউনিট চালু করার জন্যে। তিনি আরও বলেন, বিদ্যুতে আমরা যে পরিষেবা দিই তাতে বাংলার বুকে কোনও লোডশেডিঙ্গ নেই। বিশ্বের ব্যবসায়ীগুলো আজ বাংলামুখী হচ্ছেন। উন্নয়নের অপর নাম বিদ্যুৎ, তা ছাড়া কারখানা হতে পারে না।
Sagardighi ২০১৭ সালে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন
Sagardighi ২০১৭ সালে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন। ২০২৫ এর ডিসেম্বরে হল উদ্বোধন। ডিসেম্বরের গত ৪ তারিখ বহরমপুরে জনসভা থেকেই সাগরদীঘির তাপবিদ্যুৎ কেন্দ্রের নয়া প্রজেক্ট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় এবং উত্তর পূর্ব ভারতের প্রথম সুপারক্রিটিকাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। খরচ- ৪ হাজার ৫৬৭ কোটি টাকার বেশী।
Sagardighi (4.12.2025 – বহরমপুর জনসভা) মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছিলেন, মুর্শিদাবাদ জেলায় সাগরদীঘি তাপবিদ্যুৎ কেন্দ্রে আমরা আবার ৬৬০ মেগাওয়াট সুপারক্রিটিকাল পাওয়ার ইউনিট করছি নতুন করে।
Sagardighi ১৬ লক্ষ ৭০ হাজার পরিবার বিদ্যুৎ পাবেন
Sagardighi একদিকে বিদ্যুতের যোগান অন্যদিকে কর্মসংস্থান নিয়েও আশার কথা শুনিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এর জন্যে খরচ হয়েছে ৪ হাজার ৫৬৭ কোটি টাকার বেশি। এই ইউনিট চালু হলে ১৬ লক্ষ ৭০ হাজার পরিবার বিদ্যুৎ পাবেন। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ২৬ হাজার মানুষের নতুন করে কর্ম সংস্থান হবে।
Sagardighi ৬৬০ মেগাওয়াটের সুপারক্রিটিকাল থার্মাল ইউনিটের উদ্বোধন প্রসঙ্গে কী জানালেন মন্ত্রী?
Sagardighi এদিন ভার্চুয়ালি উদ্বোধনী পর্বে সাগরদিঘী PDCL এ উপস্থিত ছিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান, মুর্শিদাবাদ জেলাশাসক নিতীন সিংহানিয়া, জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার অমিত কুমার সাউ, সাগরদীঘি তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্তাব্যক্তি, অন্যান্য প্রশাসনিক কর্তাব্যক্তি, জনপ্রতিনিধি। সগারদীঘির এই নতুন প্রজেক্ট কি পথ দেখাবে রাজ্যকে? ৬৬০ মেগাওয়াটের সুপারক্রিটিকাল থার্মাল ইউনিটের উদ্বোধন প্রসঙ্গে কী জানালেন মন্ত্রী?
Sagardighi সাগরদীঘি তাপবিদ্যুৎ কেন্দ্র মুর্শিদাবাদের শিল্প সম্ভাবনায় কি আশার আলো জাগাবে? সেদিকেই তাকিয়ে জেলাবাসী।















