এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Mosiur Rahaman at Berhampore Court বহরমপুর আদালতে পেশ সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মসিউরকে, কবে করছেন পদত্যাগ?

Published on: September 4, 2025

 ইস্তফা না দেওয়ার জন্যেই কি গ্রেপ্তার? কী কারণে আত্মগোপন খাস কলকাতায়?

 নিজস্ব প্রতিনিধিঃ কোনও মসিহাই রক্ষা করতে পারেনি। বুধবার খাস কলকাতায় পুলিসের জালে ধরা পরে সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মসিউর রহমান Mosiur Rahaman।  বৃহস্পতিবার বহরমপুর কোর্টে পেশ করা হল মসিউরকে। কলকাতা থেকে সাগরদিঘি থানার Sagardighi PS পুলিশ তাঁকে গ্রেপ্তার করে নিয়ে এসেছে। পুলিস সূত্রে খবর, তাঁর বিরুদ্ধে জনজাতি আইনে মামলা করা হয়েছে। এদিন বহরমপুর আদালত চত্বরে দেখা যায় দেখা যায় পুলিস পাকড়াও করে মসিউরকে গাড়িতে তুলছে।  কবে তিনি পদত্যাগ করছেন সেই বিষয়ে মুখে কুলুপ এই তৃণমূল নেতার। দলীয় নির্দেশ উপেক্ষা করে এখনও কি তিনি পদে বহাল থাকবেন? এরপর কি তাঁকে বরখাস্ত করা হবে? এই প্রশ্নই এখন ঘুরছে সাগরদিঘি জুড়ে। সাগরদিঘি পঞ্চায়েত সমিতির এক কর্মাধ্যক্ষের অভিযোগের ভিত্তিতে গত ২৭ জুলাই তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। তফসিলি উপজাতি ভুক্ত কর্মাধ্যক্ষকে অপমান করার অভিযোগ তাঁর বিরুদ্ধে। এরপর তৃণমূল এর তরফে তাঁকে পদত্যাগ করতে বলা হয়। নির্দিষ্ট সময় পার হলেও তিনি পদত্যাগ করেননি।

কী বলছেন মসিউর?

Mosiur Rahaman at Berhampore Court এদিন আদালত চত্বরে সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে মসিউর জানান, ‘আমি সম্পূর্ণ নির্দোষ। আমি কারও সঙ্গে কিছু করিনি। বলিনি। এটা পুরোপুরি চক্রান্ত। ১০০ শতাংশ চক্রান্ত। আমি দুবছর ধরে সাগরদিঘির মানুষের জন্যে কাজ করেছি। কোনও মানুষের সঙ্গে অন্যায় করিনি।’ ইস্তফা দেবেন? ‘এ বিষয়ে আমি কিছু বলছি না’। ইস্তফা না দেওয়ার জন্যেই কী গ্রেপ্তার? ‘এই বিষয়ে আমি কিছু বলছি না’।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now