Sagardighi News মুর্শিদাবাদের সাগরদীঘিতে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। কর্তব্যরত অবস্থায় পথদুর্ঘটনায় মৃত্যু হল এক সাব ইনস্পেক্টরের। মৃতের নাম রাজকুমার কর্মকারের। জানা গিয়েছে, সাগরদীঘি থানার সাব-ট্রাফিক গার্ডের দায়িত্বে ছিলেন রাজকুমার কর্মকার। বৃহস্পতিবার সন্ধ্যায় সাগরদীঘির সেখদীঘি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় কর্তব্যরত ছিলেন, তখই একটি দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনায় আহত বাইক আরোহীকে উদ্ধার করে হাসপাতালে পাঠান রাজকুমার।
Sagardighi News প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনাগ্রস্ত চার চাকা গাড়ি সরানোর সময় পেছন থেকে দ্রুত গতির গাড়ি ধাক্কা মারে রাজকুমার কর্মকারকে। গুরুতর আহত অবস্থায় তাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনায় শোকের ছায়া নেমে আসে মৃতের পরিবারে। আকস্মিক এই দুর্ঘটনায় শোকস্তব্ধ মৃতের সহকর্মীরা।